সাভারে এক স্কুল ছাত্রীর উপর অটো রিক্সার দুর্ঘটনায় ভেঙে যায় তার পা
- আপডেট টাইম : ১০:১৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ২৮৮ ৫০০০.০ বার পাঠক
অটো রিক্সা চালকের নাম হলো রিমন শেখ ,বাহাদুর মার্কেট সাভারে থাকে, এক্সিডেন্ট হয়েছে সাভার পুকুরপাড় লিজেন্ট কলেজের সামনে, কিছু স্কুল ছাত্রী রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলো ঠিক তার পিছনেই আসছিলো অটো রিক্সা টি , ওপর দিকের সামনে দিয়ে আসছিলো একটি ইটের ট্রাক, অটো চালক স্কুল ছাত্রিদের সাথে মজা নেওয়ার জন্য অটো রিক্সা কোনো ধরনের ব্রেক না করে আরও জরে চাললিয়ে যায় ,ঠিক তখনই অটো রিক্সা টি রাস্তার ডান পাশে থাকা মেয়েটির উপর অটো রিক্সা টি মেরে দেয় তখন মেয়েটি রাস্তায় পড়ে যায় , তারপর অটো রিক্সা টি মেয়েটির পায়ের উপর রিক্সা টি উঠিয়ে দিয়েছে,তাতে মেয়েটির বাম পা টা সম্পুর্ন ভেঙে যায়, তারপর সাথে সাথে মেয়েটিকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়, ঠিক তখনি এলাকার কিছু লোকজন অটো রিক্সা ও চালক সহকারে আটকিয়ে রাখে ,এভাবে করেই কিছু অল্প বয়সী ছেলেরা অটো রিক্সা চালায় তাদের কোনো ধরনের হিতাহিত জ্ঞান থাকে না,এতে করে এক্সিডেন্ট হচ্ছে শত শত যুবক যুবতীদের।
মেয়ের নাম: শারমিন আক্তার
পিতার নাম: হেলাল উদ্দিন
১৩ বছর বয়সী মেয়ে অস্টম শ্রেণিতে পড়ে সাভার গার্লস স্কুলে, মেয়েটির বড় ভাই অনলাইন প্রোটকল এর ভাষা টিভির সাংবাদিক সিয়াম।