বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ উদ্বোধন
- আপডেট টাইম : ০৫:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৩৩ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে।
রবিবার (১১জুন) বিকাল ৩ ঘটিকায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
হোমনা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আংশ গ্রহন করেন, ঘাগুটিয়া ইউনিয়ন বনাম ঘারমোড়া ইউনিয়ন ও চান্দেরচর ইউনিয়ন বনাম আছাদপুর ইউনিয়ন।
এতে প্রথম খেলায় ট্রাইবেকারে ঘাগুটিয়া ইউনিয়নকে হারিয়ে ঘারমোড়া ইউনিয়ন চ্যাম্টিয়ন হয়। ও
অপর খেলায় ট্রাইবেকারে আছাদপুর ইউনিয়নকে হারিয়ে চান্দেরচর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
হোমনা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মো. শাহিনুজ্জামান খোকন, ম্যাচ কমিশনার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.কবির হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনি, ঘারমোড়া ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান মোল্লা, চান্দেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মোজাম্মেল হক, দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর, আছাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাব্বির আহাম্মদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, বিশিষ্ট ফুটবলার মো. সুমন মিয়া, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন এ সময় উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন,, রাহিদ হাসান দাদন,আতিকুর রহমান ভুইয়া, মো.শরীফ সরকার, মো.শফিকুল ইসলাম মুন্না। ওমর ফারুক, নাছির উদ্দিন, আলভি বাছেদ, মেহেদী হাসান সম্রাট, প্রমুখ।
ধারাবিবরনীতে ছিলেন, কবি দেলোয়ার,রুহুল আমীন জুয়েলও আল আমিন শাহেদ।
উক্ত টুর্নামেন্টে একটি পৌর সভা ও ৯টি ইউনিয়নের মোট ১০টি টিম অংশগ্রহন করবেন। আগামী ১৫ জুন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।