কাশীপুর তরুণ প্রজন্মের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে

- আপডেট টাইম : ০২:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ২১২ ৫০০০.০ বার পাঠক
কুমিল্লার হোমনায় কাশীপুর তরুণ প্রজন্মের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ই জুন) সকাল ১০ টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের পশ্চিম কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধশতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ ও অত্র বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে।
কাশীপুর তরুণ প্রজন্মের মহাসচিব মো: জিল্লুর রহমান চৌধুরী এর উপস্থাপনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাশীপুর তরুণ প্রজন্মের উপদেষ্টা, এ্যাডমিনিস্ট্রেশন এন্ড ফাইন্যান্স ম্যানেজার, দীপন কনসালট্রেন্সী সার্ভিসেস ও সমাজ সেবক জনাব এ. কে. এম মুনির আহসান, ভাষানিয়া ইউপি চেয়ারম্যান জনাব ছাদেক সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন কাশীপুর তরুণ প্রজন্মের উপদেষ্টা জনাব মো: মোয়াজ্জেম হোসেন ( লিটন), বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: রেজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো : আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুল বারিক জনি, ভাষানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সোহেল আক্তার , সাবেক মেম্বার ও সমাজ সেবক মোঃ মুজাফফর হোসেন, মোঃ জহিরুল ইসলাম,মোঃনাছির উদ্দীন, মোঃ দুলাল মেম্বার,মোঃ ইউসুফ বাদশা,মোঃ আবদুর রহমান, মোঃ খায়রুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় এসময় উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণ এবং বৃক্ষ রোপণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন আদিত্য চৌধুরী, মজিবুর রহমান, সাকিল আহম্মেদ, মাহতাব সরকার, অর্ক, সামির চৌধুরী, রাফি, আনিস।
জানা যায় ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে এই কাশীপুর তরুণ প্রজন্মটি । তরুণ প্রজন্মটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অসহায় ও দরিদ্র পরিবারকে সহযোগিতা ,দরিদ্র অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহযোগিতা,দরিদ্র ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া, গরিব প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান ও বৃক্ষ রোপণ করা সহ হরেক রকম সহযোগিতা করে যাচ্ছে কাশীপুর তরুণ প্রজন্মটি।