ছাত্র জীবন থেকেই জীবনের লক্ষ্য স্থির করে উপার্জনের সুযোগ খোঁজতে হবে
- আপডেট টাইম : ০৫:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ৩৩৪ ৫০০০.০ বার পাঠক
ও পল্লী চিকিৎসক
👉 আমাদের দেশের শিক্ষত সমাজের একটা বিশাল অংশ বেকার কেন!! জানতে নিচের সম্পূর্ণ লেখাটি পড়ুন।।
👉 আপনার ১৮ বছর বয়স হওয়ার পর থেকেই আয়ের সাথে যুক্ত হওয়ার কথা।
পাখি উড়া শিখলেই নিজের খাবার নিজে সংগ্রহ করে খায়।
প্রতিদিন সকালে পিপড়াও ঘর থেকে বের হয় খাবারের খোজে।
👇
কিন্তু আপনি! লেখাপড়া করছি বলে ধুয়ো তুলে পৃথিবীর সকল কাজ থেকে বিরত থেকে বাবার ঘাড়ে বসে খান।
আপনি ঘুম ৬ ঘন্টা + ওয়াসরুম ২ ঘন্টা+ তিন বেলা খাওয়া = ২ ঘন্টা + নামাজ/প্রার্থনা ২ঘন্টা মোট = ১২ ঘন্টা।
বাঁকি থাকে ১২ ঘন্টা; এই ১২ ঘন্টাই কি আপনি পড়া লেখা করেন? নিশ্চয় না।
অন্ত পক্ষে ৪টি ঘন্টা আপনার আয়ের পথে কাটানো উচিত।
মাষ্টার্স শেষ করতে করতেই আপনার ক্যারিয়ার গড়ে তুলতে হবে।
👇
আর যাদের কোনই ক্যারিয়ার হবে না। মাষ্টার্স শেষে তাদেরকে বেকার বলা হয়। আপনার বেকার জীবন ১৮ থেকেই শুরু হয়েছে। আপনি কি করেন প্রশ্নে লেখাপড়া করি কথা বলে ১টি যুগ কাটিয়ে দেয়ার পর যখন আপনার নিজস্ব কোন ক্যারিয়ার হয় না তখন আপনাকে বেকার বলা হয়।
👇
মাষ্টার্স শেষ করার পর আপনি বলছেন আপনার কোন কাজ নাই। আপনার জন্য কে কাজ তৈরী করে রাখবে,,,?
আপনার নিজের কাজ নিজেকেই তৈরী করতে হবে। বিগত এক দশক ধরে আপনি নিজে নিজের জন্য একটিও কাজ তৈরী করতে পারেন নাই।
শুধুমাত্র অন্যের চাকর হবেন বলে। অন্যে যা হুকুম করবে তা তামিল করবেন বলে।
এখন বেকাত্ব ঘুচানোর জন্য চাকুরী(চাকর-ঈ) অর্থাৎ চাকর হওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন।
আর বলছেন কোথাও চাকুরী নাই।
১৮ থেকেই আপনি এমন কিছুর সাথে যুক্ত হয়ে যান, এমন কিছু গড়ে ফেলুন যেন আপনিই মানুষকে চাকুরী দিতে পারেন.।