ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েরল ম্যাক্রোর ওপর বেজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজমিরীগঞ্জের ছাত্রলীগের সাধারণ সম্পাদক  গ্রেপ্তার ভারতে হিন্দু পুরোহিত কতৃক মহানবীকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন বরগুনায় দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবীতে প্রতিবাদ সমাবেশ ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেপ্তার: র‌্যাব সুনামগঞ্জে অগ্নিকান্ডে দুই উপজেলায় নিহত-৬ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ ১৪৪২১ কোটি টাকা: সিপিডি শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭

ছাত্র জীবন থেকেই জীবনের লক্ষ্য স্থির করে উপার্জনের সুযোগ খোঁজতে হবে

মোঃ হেলাল উদ্দীন -সাংবাদিক
  • আপডেট টাইম : ০৫:২৭:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৩০২ ৫০০০.০ বার পাঠক

ও পল্লী চিকিৎসক

👉 আমাদের দেশের শিক্ষত সমাজের একটা বিশাল অংশ বেকার কেন!! জানতে নিচের সম্পূর্ণ লেখাটি পড়ুন।।

👉 আপনার ১৮ বছর বয়স হওয়ার পর থেকেই আয়ের সাথে যুক্ত হওয়ার কথা।
পাখি উড়া শিখলেই নিজের খাবার নিজে সংগ্রহ করে খায়।
প্রতিদিন সকালে পিপড়াও ঘর থেকে বের হয় খাবারের খোজে।
👇
কিন্তু আপনি! লেখাপড়া করছি বলে ধুয়ো তুলে পৃথিবীর সকল কাজ থেকে বিরত থেকে বাবার ঘাড়ে বসে খান।
আপনি ঘুম ৬ ঘন্টা + ওয়াসরুম ২ ঘন্টা+ তিন বেলা খাওয়া = ২ ঘন্টা + নামাজ/প্রার্থনা ২ঘন্টা মোট = ১২ ঘন্টা।
বাঁকি থাকে ১২ ঘন্টা; এই ১২ ঘন্টাই কি আপনি পড়া লেখা করেন? নিশ্চয় না।
অন্ত পক্ষে ৪টি ঘন্টা আপনার আয়ের পথে কাটানো উচিত।
মাষ্টার্স শেষ করতে করতেই আপনার ক্যারিয়ার গড়ে তুলতে হবে।
👇
আর যাদের কোনই ক্যারিয়ার হবে না। মাষ্টার্স শেষে তাদেরকে বেকার বলা হয়। আপনার বেকার জীবন ১৮ থেকেই শুরু হয়েছে। আপনি কি করেন প্রশ্নে লেখাপড়া করি কথা বলে ১টি যুগ কাটিয়ে দেয়ার পর যখন আপনার নিজস্ব কোন ক্যারিয়ার হয় না তখন আপনাকে বেকার বলা হয়।
👇
মাষ্টার্স শেষ করার পর আপনি বলছেন আপনার কোন কাজ নাই। আপনার জন্য কে কাজ তৈরী করে রাখবে,,,?
আপনার নিজের কাজ নিজেকেই তৈরী করতে হবে। বিগত এক দশক ধরে আপনি নিজে নিজের জন্য একটিও কাজ তৈরী করতে পারেন নাই।
শুধুমাত্র অন্যের চাকর হবেন বলে। অন্যে যা হুকুম করবে তা তামিল করবেন বলে।

এখন বেকাত্ব ঘুচানোর জন্য চাকুরী(চাকর-ঈ) অর্থাৎ চাকর হওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন।
আর বলছেন কোথাও চাকুরী নাই।

১৮ থেকেই আপনি এমন কিছুর সাথে যুক্ত হয়ে যান, এমন কিছু গড়ে ফেলুন যেন আপনিই মানুষকে চাকুরী দিতে পারেন.।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ছাত্র জীবন থেকেই জীবনের লক্ষ্য স্থির করে উপার্জনের সুযোগ খোঁজতে হবে

আপডেট টাইম : ০৫:২৭:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

ও পল্লী চিকিৎসক

👉 আমাদের দেশের শিক্ষত সমাজের একটা বিশাল অংশ বেকার কেন!! জানতে নিচের সম্পূর্ণ লেখাটি পড়ুন।।

👉 আপনার ১৮ বছর বয়স হওয়ার পর থেকেই আয়ের সাথে যুক্ত হওয়ার কথা।
পাখি উড়া শিখলেই নিজের খাবার নিজে সংগ্রহ করে খায়।
প্রতিদিন সকালে পিপড়াও ঘর থেকে বের হয় খাবারের খোজে।
👇
কিন্তু আপনি! লেখাপড়া করছি বলে ধুয়ো তুলে পৃথিবীর সকল কাজ থেকে বিরত থেকে বাবার ঘাড়ে বসে খান।
আপনি ঘুম ৬ ঘন্টা + ওয়াসরুম ২ ঘন্টা+ তিন বেলা খাওয়া = ২ ঘন্টা + নামাজ/প্রার্থনা ২ঘন্টা মোট = ১২ ঘন্টা।
বাঁকি থাকে ১২ ঘন্টা; এই ১২ ঘন্টাই কি আপনি পড়া লেখা করেন? নিশ্চয় না।
অন্ত পক্ষে ৪টি ঘন্টা আপনার আয়ের পথে কাটানো উচিত।
মাষ্টার্স শেষ করতে করতেই আপনার ক্যারিয়ার গড়ে তুলতে হবে।
👇
আর যাদের কোনই ক্যারিয়ার হবে না। মাষ্টার্স শেষে তাদেরকে বেকার বলা হয়। আপনার বেকার জীবন ১৮ থেকেই শুরু হয়েছে। আপনি কি করেন প্রশ্নে লেখাপড়া করি কথা বলে ১টি যুগ কাটিয়ে দেয়ার পর যখন আপনার নিজস্ব কোন ক্যারিয়ার হয় না তখন আপনাকে বেকার বলা হয়।
👇
মাষ্টার্স শেষ করার পর আপনি বলছেন আপনার কোন কাজ নাই। আপনার জন্য কে কাজ তৈরী করে রাখবে,,,?
আপনার নিজের কাজ নিজেকেই তৈরী করতে হবে। বিগত এক দশক ধরে আপনি নিজে নিজের জন্য একটিও কাজ তৈরী করতে পারেন নাই।
শুধুমাত্র অন্যের চাকর হবেন বলে। অন্যে যা হুকুম করবে তা তামিল করবেন বলে।

এখন বেকাত্ব ঘুচানোর জন্য চাকুরী(চাকর-ঈ) অর্থাৎ চাকর হওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন।
আর বলছেন কোথাও চাকুরী নাই।

১৮ থেকেই আপনি এমন কিছুর সাথে যুক্ত হয়ে যান, এমন কিছু গড়ে ফেলুন যেন আপনিই মানুষকে চাকুরী দিতে পারেন.।