কুমিল্লায় ট্রাফিক এঁর টি আই – এঁর সহায়তায় ৩২ কেজি গাঁজা ও ০১ টি অটোরিক্সা সহ ০২ জন মাদক কারবারি আটক

- আপডেট টাইম : ০১:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ২০০ ১৫০০০.০ বার পাঠক
তথ্য মতে জানা যায় – গত ০৭/০৬/২০২৩খ্রি: তারিখে – কুৃমিল্লা ট্রাফিক পুলিশের টি আই – জিয়াউল চৌধুরী এঁর – ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালীন সময় –
আনুমানিক – বিকেল ০৫ টা ৩০ মিনিটের সময় সদর ট্রাফিক, কুমিল্লা এর এটিএসআই/ মোঃ নূর উদ্দিন বাহার কোতয়ালী থানাধীন রেইসকোর্স এলাকায় চেকপোষ্ট ডিউটি করে। উক্ত চেকপোষ্ট ডিউটি করা কালীন সময়ে কোতয়ালী মডেল থানার এসআই/ জীবন রায় চৌধুরী, সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ০১টি ব্যাটারি চালিত অটো রিক্সা তল্লাশী করে ৩২ (বত্রিশ) কেজি গাঁজা সহ মোঃ সেলিম মিয়া (২৮) কে আটক করে। গ্রেফতাকৃত ১ম আসামীর ঠিকানা – মোঃ সেলিম মিয়া (২৮), পিতা- শফিকুল ইসলাম সাং- বানাসুয়া, ০৪নং আমড়াতলী ইউপি, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। ২য় আসামীর ঠিকানা – মোঃ সাইফুল ইসলাম(৩৩), পিতা – মোঃ আব্দুল গনি মিয়া, সাং – বানাসুয়া, কোতয়ালী, কুৃমিল্লা। গ্রেফতার কৃত আসামীদের – নামে – ০১টি দ্রুত বিচার এবং ০৩টি মাদক আইনে মামলা আদালতে বিচারাধীন আছে। উক্ত সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৩, ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, ২০১৮ রুজু করা হয়। উক্ত মামলায় পলাতক আসামী রয়েছে – কয়েক জন – জানা যায়।