ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেস নামের একটি ভবনের ৫ টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে নান্দাইল প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রঞ্জু দুপুরে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ, পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচ পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

মহাদেবপুরে আবারো সড়কে ঝরলো চার প্রাণ

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট টাইম : ০৭:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ১৩১ ৫০০০.০ বার পাঠক

মৃত্যুপুরি হয়ে উঠেছে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। সোমবার (৫ জুন) দুপুর সোয়া ১টায় এই সড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হাট চকগৌরী এলাকায় আবারো ঝরেছে চার প্রাণ। নিহতদের মধ্যে সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া মহল্লার গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভির আহমেদ চৌধুরী (২৪) এই তিন জনের পরিচয় পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়নের পাতনা গ্রামের সামসুদ্দিনের ছেলে মাসুম হোসেন জানান, তিনি হাটচকগৌরীতে যাবার সময় ঘটনাস্থলে পৌঁছলে মহাদেবপুরের দিক থেকে আসা একটি সিএনজি একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৩৫৪৯) সিএনজিকে মুখোমুখি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর দুজন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।
ওই সড়ক সংলগ্ন বয়লারের চাতাল কন্যা রাসেদ হোসেনের স্ত্রী বেবী আকতার জানান, বিকট শব্দে এক্সিডেন্ট হলে তারা দ্রুত রাস্তায় এসে দেখতে পান ট্রাকের চাকার নীচে সিএনজি ঢুকে দুমড়ে মুচড়ে গেছে। এখানে সেখানে পড়ে আছে বিকৃত মরদেহ। কারও মাথার মগজ বের হওয়া, কারও নারী ভুড়ি বের হওয়া, কোথাও কোথাও পড়ে আছে থেতলে যাওয়া বিচ্ছিন্ন মাংশ।
দূর্ঘটনার খবর নওগাঁর পুলিশ সুপার রাশেদুল হক, মহাদেবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া দূর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে গত ২৭ এপ্রিল এখান থেকে এক কিলোমিটার পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরো চারজন নিহত ও ১৫ জন আহত হন।#

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে আবারো সড়কে ঝরলো চার প্রাণ

আপডেট টাইম : ০৭:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

মৃত্যুপুরি হয়ে উঠেছে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। সোমবার (৫ জুন) দুপুর সোয়া ১টায় এই সড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হাট চকগৌরী এলাকায় আবারো ঝরেছে চার প্রাণ। নিহতদের মধ্যে সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া মহল্লার গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভির আহমেদ চৌধুরী (২৪) এই তিন জনের পরিচয় পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়নের পাতনা গ্রামের সামসুদ্দিনের ছেলে মাসুম হোসেন জানান, তিনি হাটচকগৌরীতে যাবার সময় ঘটনাস্থলে পৌঁছলে মহাদেবপুরের দিক থেকে আসা একটি সিএনজি একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৩৫৪৯) সিএনজিকে মুখোমুখি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর দুজন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।
ওই সড়ক সংলগ্ন বয়লারের চাতাল কন্যা রাসেদ হোসেনের স্ত্রী বেবী আকতার জানান, বিকট শব্দে এক্সিডেন্ট হলে তারা দ্রুত রাস্তায় এসে দেখতে পান ট্রাকের চাকার নীচে সিএনজি ঢুকে দুমড়ে মুচড়ে গেছে। এখানে সেখানে পড়ে আছে বিকৃত মরদেহ। কারও মাথার মগজ বের হওয়া, কারও নারী ভুড়ি বের হওয়া, কোথাও কোথাও পড়ে আছে থেতলে যাওয়া বিচ্ছিন্ন মাংশ।
দূর্ঘটনার খবর নওগাঁর পুলিশ সুপার রাশেদুল হক, মহাদেবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া দূর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে গত ২৭ এপ্রিল এখান থেকে এক কিলোমিটার পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরো চারজন নিহত ও ১৫ জন আহত হন।#