নাসিরনগরে পানির স্তর নীচে নেমে যাওয়ায় টিউবওয়েলে উঠছেনা পানি
- আপডেট টাইম : ০৭:২৬:১০ অপরাহ্ণ, সোমবার, ৫ জুন ২০২৩
- / ১৭১ ৫০০০.০ বার পাঠক
ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রায় ১০ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানা গেছে, নাসিরনগর উপজেলা সদরের ১৩ টি ইউনিয়নের বাসা-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। চলতি মৌসুমে প্রচন্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যাওয়ার ফলে প্রায় ১০হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে।
উপজেলা সদরের সুজন মিয়া বলেন আমার বাড়ির টিউবওয়েলে গত দুই মাস ধরে পানি উঠছেনা। পার্শ্ববর্তী বাড়ির একটি অগভীর টিউবওয়েল থেকে অনেক কষ্ট করে পানি টেনে এনে রান্নাবারির কাজ চালাচ্ছি।
আনন্দপুর গ্রামের রজব আলী বলেন, চৈত্র মাস আসার আগে থেকেই আমার টিউবওয়েলে পানি উঠা বন্ধ হয়ে গেছে। বর্তমানে দূর-দূরান্তের অগভীর টিউবওয়েল থেকে পানি টেনে এনে রান্না এবং খাওয়ার পানির চাহিদা মেটাচ্ছি। তবে গোসলসহ অন্যান্য কাজ-কর্মে সীমাহীন দুভোর্গ পোহাতে হচ্ছে।
উপজেলার ভাটপাড়া গ্রামের মোঃ সেলিম জানান, কোথাও কোথাও গভীর নলকূপেও পানি উঠছেনা। ফলে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রমও ।
নাসিরনগর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে ফাল্গুন ও চৈত্র মাসে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যায়। ফলে এ সময় গভীর এবং অগভীর টিউবওয়েল ছাড়া হস্তচালিত সাধারণ টিউবওয়েলে পানি উঠেনা। তবে টানা ভারি বৃষ্টি হলে ওই সকল বন্ধ টিউবওয়েল আবার সচল হয়ে যাবে।