কিশোরগঞ্জে বনাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
- আপডেট টাইম : ০৯:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
- / ২৯১ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। ০৩( জুন) রোজ শনিবার বিকাল ৪ :০০ঘটিকায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি নগরপিতা মেয়র মাহমুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মোঃ মশিউর রহমান (হুমায়ুন) সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় কিশোরগঞ্জ জেলা পৌর মেয়র বনাট্য আয়োজনে মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু করা হচ্ছে। বাংলাদেশে জাতীয় ফুটবল টিমের সাবেক তারকা খেলোয়ারদের নিয়ে গঠিত “বাংলাদেশ সোনালী অতীত” বনাম “কিশোরগঞ্জ সোনালী অতীত “এই প্রীতি ম্যাচটি আগামী ১৩ জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে।এ সময় বিভিন্ন শ্রেণীর লোকদেরকে ফুটবল খেলাদেখার জন্য উদ্বুদ্ধ করা হয়।