সাজা হওয়া দরকার কুৃমিল্লা সদরের মাসুদ মার্ডারের মূল আসামী কাজী সাইফুলের
- আপডেট টাইম : ১০:২৪:০৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ জুন ২০২৩
- / ২৬৬ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – ২০০৭ ইং সালে – কুৃমিল্লা সদরের – খেতাসার গ্রামে খুন হয় পার্শ্ববর্তী চম্পকনগর গ্রামের মাসুদ। যার বিচার আজো পেলোনা নিহত মাসুদের পরিবার। কুৃমিল্লা বিজ্ঞ আদালতে – মামলা চলমান রয়েছে। তাঁরপরও খুনি কাজী সাইফুল ঘুড়ছে প্রকাশ্যয়। কাজী সাইফুল একজন টেইলার মাষ্টার – কোনো একাডেমীক সার্টিফিকেট না থাকা স্বর্তেও
কাজী সাইফুল – ঘুড়ছে সাংবাদিকের লেবাস ধরে – প্রশাসনকে বোকা বানানোর জন্য।
৩ নং দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের খালপাড়ের সরকারি জায়গা দখল করে সে গড়ে তুলেছে ইমারত।
দৈনিক সময়ের কন্ঠের নাম দিয়ে – সাইফুল কুমিল্লার বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করছে বিভিন্ন মানুষকে প্রান নাশের হুমকি দিয়ে, ও – দেবিদ্বার থানা এলাকার – মোহনপুর ইউনিয়নের কুরুন গ্রামের – করিম নামের এক লোক থেকে মুক্তিযোদ্ধা বানাবে বলে – ৮০০০০০ লক্ষ টাকার ব্যাংক চেক নেয় এবং ১০০ টাকার ৫ টি ষ্টাম্পে স্বাক্ষর রাখে। কিন্তুু আজো মুক্তিযোদ্ধা বানাতে পারেনি।
দৈনিক সময়ের কন্ঠ কর্তৃপক্ষ ব্যাপারটি জানার পর কাজী সাইফুল এর সময়ের কণ্ঠের আইডি কার্ড বাতিল করে দেয় ও তাঁকে বহিষ্কার করে। এখন সে দৈনিক বাংলাদেশ কন্ঠ বানিয়েছে বলে যে এটা সময়ের কণ্ঠের চেয়ে ভালো মানের পত্রিকা এভাবেই – চলছে তার চাঁদাবাজী ও মাদক ব্যবসা ? এদিকে আলোচিত মাসুদ খুনের খুনি কাজী সাইফুলকে আইনের আওতায় এনে সাজা প্রদানের অনুরোধ জানান – কুমিল্লার সুশীল সমাজ – কুৃমিল্লা বিজ্ঞ আদালতের প্রতি। সময়ের কণ্ঠ সম্পাদকের কাছে কল রেকর্ড আছে। অনুসন্ধান চলছে