জাতীয় পর্যায়ে হাই জাম্পে ২য় স্থান অর্জন করলো লোহাগাড়ার মেয়ে চন্দনা বড়ুয়া
- আপডেট টাইম : ০৮:০৭:১০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ১৬৫ ৫০০০.০ বার পাঠক
বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র এথলেটিক্স প্রতিযোগিতা (অ-১৫) জাতীয় পর্যায়ে হাই জাম্পে ২য় স্থান অর্জন করেছেন আধুনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চন্দনা বড়ুয়া। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
২৯ মে সকালে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় চন্দনা বড়ুয়া জাতীয় পর্যায়ে হাই জাম্পে ২য় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
খেলা শেষে ক্রীড়া ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মুহম্মদ নুরে আলম সিদ্দিকীর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব ফজলে এলাহি, ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ পারভিন লায়লা, ক্রীড়া পরিদপ্তরের উপ পরিচালক এস আই এম ফেরদৌস আলম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, চন্দনা বড়ুয়ার এই অর্জন উপজেলার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। সে খুবই পরিশ্রমী। বিভিন্ন টুর্নামেন্টে সে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছি। তার অপার সম্ভাবনা আছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সে আরও অনেকদূর যেতে পারবে বলেও তিনি জানান।