খুলনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০২:৩২:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ মে ২০২৩
- / ১১১ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – গত ৩০ মে ২০২৩ খ্রি.দে – খুলনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,
জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যেয় আইনশৃঙ্খলা বিষয়ক উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত
সভায় খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।