ময়মনসিংহে “রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন” কল্পে এক মতবিনিময় সভা
- আপডেট টাইম : ০৪:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১৫৩ ৫০০০.০ বার পাঠক
২৯ মে সোমবার দিনব্যাপী নগরীর গ্রীন পয়েন্ট কনভেনশন হলে “রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন” বিষয়ক অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সিভিল সোসাইটি সহ অন্যান্য সেক্টরের প্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহ – এর উদ্যোগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, ময়মনসিংহের সভাপতি ও আওয়ামী লীগের পলিটিক্যাল ফেলো সুমন চন্দ্র ঘোষ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম – এর সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক দিলরুবা সারমিন।
সভাপতি সুমন চন্দ্র ঘোষ তার ভাষণে বলেন, আমরা স্বাধীন দেশের স্বাধীনচেতা সচেতন নাগরিক। আমাদের দল মতের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সৌজন্যমূলক সংস্কৃতি চালু থাকবেনা তা হতে পারে না। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারষ্পরিক সৌজন্যমূলক সংস্কৃতি চালু না থাকলে সামাজিক বিশৃঙ্খলা এবং বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। এজন্য দেশের স্বার্থে জনগণের স্বার্থে সকল রাজনৈতিক দলগুলোকে দৃশ্যমান রাজনৈতিক সমস্যা সমাধানে সবার মানসিকতার পরিবর্তন করার আহব্বান জানান।
তিনি বলেন, আসুন অশ্রদ্ধাবোধ, প্রতিহিংসা ও গালাগালের সংস্কৃতি থেকে আমরা প্রতিটি
রাজনৈতিক দল বেরিয়ে আসি। পারস্পরিক সহনশীলতা ও সমঝোতার পরিবেশ সৃষ্টি করি।
অন্যতায় শুদ্ধ, শান্তিময়, সুখকর সমাজব্যবস্থা গড়ে উঠবেনা। সম্মিলিত প্রচেষ্টাই পারে এ সংকট
থেকে উত্তরণ করতে।
মতবিনিময় সভায় উপস্থিত প্যানেল আলোচকগণ ময়মনসিংহের রাজনৈতিক সম্প্রীতির উন্নয়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এই ধরণের সময়োপযোগী ও কার্যকর মতবিনিময় সভার ভূয়সী প্রশংসা করেন এবং প্যানেল আলোচক সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডাগণ ঐক্যমত পোষণ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন ;তাই রাজনৈতিক দ্বন্দ্ব- সংঘাত -সহিংসতামুক্ত এবং পরমতসহিষ্ণুতা ও রাজনৈতিক সহাবস্থান বজায় রাখার জন্য সিভিল সোসাইটির সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের নিবিড় যোগাযোগ একান্তভাবে প্রয়োজন। মাল্টি-পার্টি এডভোকেসি ফোরাম ময়মনসিংহের নেতৃবৃন্দও সিভিল সোসাইটির সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয় বৃদ্ধিতে এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এর সাধারণ সম্পাদক ও বিএনপির ফেলো জামাল উদ্দিন আহমেদ, এমএএফ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়ারা খাতুন, এমএএফ সহ-সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক এ.কে.এম মাহবুবুল আলম, এমএএফ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, এমএএফ উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজু প্রমুখ বক্তব্য রাখেন। এমএএফ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন জাতীয় পার্টির ফেলো ও এমএএফ কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ এবং বিএনপির ফেলো ও এমএএফ দপ্তর সম্পাদক ফারিয়া তাসনিম তিথি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ডিআইয়ের রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার। এমএএফ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এনটিভির স্টাফ রিপোর্টার আইয়ুব আলী, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান রুবেল, আমাদের অর্থনীতির স্টাফ রিপোর্টার মো: আব্দুল হাফিজ, ওপেন প্রেস এর চেয়ারম্যান সাংবাদিক রওশন ঝুনু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমদাদুল হুদা, ময়মনসিংহ জেলা ক্যাবের সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ- সভাপতি শংকর সাহা, লেফটেন্যান্ট কর্নেল অধ্যক্ষ (অব.) ড. শাহাবুদ্দিন, অধ্যক্ষ নুরজাহান পারভীন , এনজিও কর্মকর্তা মনোয়ারুল ইসলাম সেলিম, ময়মনসিংহস্থ নেত্রকোনা সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জহিরুল ইসলাম খান জামাল, লেখক ও গবেষক স্বপন ধর, চিকিৎসক নেতা ডা: অরূপ রতন পাল, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, এড. রফিকুল ইসলাম, বাচিকশিল্পী আফরিন জাহান লামিয়া, অভিনেত্রী দীপশিখা খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এম এ জিন্নাহ, মানবাধিকার কমিশন ময়মনসিংহের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, সমাজকর্মী শামীম আশরাফ, নারী উদ্যোক্তা সুরাইয়া ইয়াসমিন রিতু, ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আহমেদ, পরিবেশ আন্দোলনের সংগঠক প্রভাষক হাসনাত জামান সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠক প্রভাষক মাহবুবুল আলম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক প্রমুখ।