ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
জামালপুরে পারিবারিক পুষ্টি বাগান বাড়ছে গ্রেপ্তারি পরোয়ানা সাবেক ভিপিনুরের নামে উপজেলা নির্বাচন: প্রার্থী হচ্ছেন বিএনপি-জামায়াত নেতারাও অনলাইন সংস্করণ ইসরাইল এখন কেন ইরান কে ভয় করে নরমের যম শব্দের দম শুভ নববর্ষ এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে কালিহাতী উত্তর বেতডোবা হিন্দু মুসলিম যুব সংঘের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে হাডুডু খেলার বিশেষ আয়োজন বহিষ্কার মোঃ কামরুল কে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা ও অনলাইন থেকে বহিষ্কার করা হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ আহত ১ জামালপুরে কৃষিতে বেড়েছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কালিয়াকৈর বাইপাসে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু রায়পুরে সেপটি ট্যাংকিতে নেমে ২জনে মৃত্যু

লামায় ইয়াংছা খাল পুনঃখনেন পাল্টে যাচ্ছে ১১গ্রামের চিএ

বান্দরবানের লামার ইয়াংছা খাল পুনঃখনন হওয়ায় এর সুফল পাচ্ছে ১১গ্রামের মানুষ।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী,খাল এবং জলাশয় কাজের পুণঃখনন কাজের আওতায় ইয়াংছা খালের দৈর্ঘ্য ৫ (পাঁচ) কিলোমিটার নদী ড্রেসিং কাজ হয়েছে। যাহার চুক্তি মূল্য ব্যয় হয়েছে ১,৩৫.৫৭ লক্ষ টাকা।

পার্বত্য অঞ্চলের ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বান্দরবান এর অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরে খালটি পুনঃখনন করা হয় প্রায় দেড় ১ কোটি টাকা ব্যয়ে। বর্ণিত প্রকল্প এর উদ্যোগে খালটি পুনঃখনন করার ফলে বদলে যাবে সেই খালের চিত্র ও স্থানীয় কৃষি ব্যবস্থা। এখন নদীর পানি খননকৃত খাল দিয়ে পানি দ্রুত প্রবাহিত হয়ে মাতামুহুরী নদীতে চলে যায়। সব সময় বৃষ্টির ভয় থাকত। খননকৃত খালের দু পাশের অধিকাংশ কৃষক বোরো আবাদ করতে পারবেন। ফলে বিলসংলগ্ন এলাকার ১১ গ্রামের প্রায় ১২ হাজার মানুষ সুফল পেতে শুরু করেছে।

সরজমিনে জানা যায়, লামার ইয়াংছা খাল পুণঃখনন হওয়ার কারণে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা খালের উভয় পাড়ের মানুষ বিশেষ করে: কাঠাঁলছড়া ত্রিপুরা পাড়া,পৌয়াং বাড়ি,শামুকছড়া, কাঠাঁল ছড়া,ইয়াংছা বাজার পাড়া,মেম্বার পাড়া,হিমছড়ি, নতুন পাড়া, নতুন হেডম্যান পাড়া,কেছিং পাড়া,অংহ্লারি পাড়ারসহ আরও কিছু গুচ্ছ গ্রামগুলোর প্রাকৃতিক বন্যা,খড়া হতে রক্ষা ও কৃষির সেচ সুবিধা ভোগ করবে। এতে বিভিন্ন ধরনের কৃষি জাত পণ্য উৎপাদনে সুবিধা হবে।
এরই মধ্যে স্থানীয় কৃষকগণ আমন ও বোরো মৌসুমে ভালো ফসল পাবে। এছাড়া পানির প্রবাহ ঠিক রাখলে খননকৃত খালে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ক্ষমতা বৃদ্বি পাবে।

স্থানীয় কৃষক মনজুর আলম,আবু তাদের ও নুরুল আলম বলেন, ইয়াংছা খাল খনন করার ফলে আমরা ভাল করে চাষ করতে পারব। বন্যাতে ফসল নষ্ট হবে না। পাশাপাশি এটি সুবিধা ভোগ করতে আমাদের পরিবেশ বিপর্যয় হয় এমন কাজ হতে বিরত থাকতে হবে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইসমাইল বলেন, খাল ড্রেজিং হওয়ার ফলে আমাদের সুবিধা হয়েছে। পাশাপাশি আমাদের কে সচেতনতার সহিত নদীর পাড়ে তামাক চাষ হতে বিরত থাকতে হবে। আরও এতে আমাদের নদী -খাল, ঝিরি,প্রাকৃতিক অবয়ব রক্ষা পাবে।

ইয়াংছা খালের পার্শ্ববর্তী সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিম উদ্দীন বলেন, নদীর দুই পাড়ের যাতে পরিবেশ ধ্বংসকারী তামাক চাষ না হয় সে বিষয়ে সবাই নিরুৎসাহিত করতে হবে। সেক্ষেত্রে নদীর গভীরতা রক্ষা করতে সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পারিবারিক পুষ্টি বাগান বাড়ছে

লামায় ইয়াংছা খাল পুনঃখনেন পাল্টে যাচ্ছে ১১গ্রামের চিএ

আপডেট টাইম : ১১:২৪:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ মে ২০২৩

বান্দরবানের লামার ইয়াংছা খাল পুনঃখনন হওয়ায় এর সুফল পাচ্ছে ১১গ্রামের মানুষ।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী,খাল এবং জলাশয় কাজের পুণঃখনন কাজের আওতায় ইয়াংছা খালের দৈর্ঘ্য ৫ (পাঁচ) কিলোমিটার নদী ড্রেসিং কাজ হয়েছে। যাহার চুক্তি মূল্য ব্যয় হয়েছে ১,৩৫.৫৭ লক্ষ টাকা।

পার্বত্য অঞ্চলের ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বান্দরবান এর অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরে খালটি পুনঃখনন করা হয় প্রায় দেড় ১ কোটি টাকা ব্যয়ে। বর্ণিত প্রকল্প এর উদ্যোগে খালটি পুনঃখনন করার ফলে বদলে যাবে সেই খালের চিত্র ও স্থানীয় কৃষি ব্যবস্থা। এখন নদীর পানি খননকৃত খাল দিয়ে পানি দ্রুত প্রবাহিত হয়ে মাতামুহুরী নদীতে চলে যায়। সব সময় বৃষ্টির ভয় থাকত। খননকৃত খালের দু পাশের অধিকাংশ কৃষক বোরো আবাদ করতে পারবেন। ফলে বিলসংলগ্ন এলাকার ১১ গ্রামের প্রায় ১২ হাজার মানুষ সুফল পেতে শুরু করেছে।

সরজমিনে জানা যায়, লামার ইয়াংছা খাল পুণঃখনন হওয়ার কারণে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা খালের উভয় পাড়ের মানুষ বিশেষ করে: কাঠাঁলছড়া ত্রিপুরা পাড়া,পৌয়াং বাড়ি,শামুকছড়া, কাঠাঁল ছড়া,ইয়াংছা বাজার পাড়া,মেম্বার পাড়া,হিমছড়ি, নতুন পাড়া, নতুন হেডম্যান পাড়া,কেছিং পাড়া,অংহ্লারি পাড়ারসহ আরও কিছু গুচ্ছ গ্রামগুলোর প্রাকৃতিক বন্যা,খড়া হতে রক্ষা ও কৃষির সেচ সুবিধা ভোগ করবে। এতে বিভিন্ন ধরনের কৃষি জাত পণ্য উৎপাদনে সুবিধা হবে।
এরই মধ্যে স্থানীয় কৃষকগণ আমন ও বোরো মৌসুমে ভালো ফসল পাবে। এছাড়া পানির প্রবাহ ঠিক রাখলে খননকৃত খালে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ক্ষমতা বৃদ্বি পাবে।

স্থানীয় কৃষক মনজুর আলম,আবু তাদের ও নুরুল আলম বলেন, ইয়াংছা খাল খনন করার ফলে আমরা ভাল করে চাষ করতে পারব। বন্যাতে ফসল নষ্ট হবে না। পাশাপাশি এটি সুবিধা ভোগ করতে আমাদের পরিবেশ বিপর্যয় হয় এমন কাজ হতে বিরত থাকতে হবে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইসমাইল বলেন, খাল ড্রেজিং হওয়ার ফলে আমাদের সুবিধা হয়েছে। পাশাপাশি আমাদের কে সচেতনতার সহিত নদীর পাড়ে তামাক চাষ হতে বিরত থাকতে হবে। আরও এতে আমাদের নদী -খাল, ঝিরি,প্রাকৃতিক অবয়ব রক্ষা পাবে।

ইয়াংছা খালের পার্শ্ববর্তী সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিম উদ্দীন বলেন, নদীর দুই পাড়ের যাতে পরিবেশ ধ্বংসকারী তামাক চাষ না হয় সে বিষয়ে সবাই নিরুৎসাহিত করতে হবে। সেক্ষেত্রে নদীর গভীরতা রক্ষা করতে সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে।