রায়পুরের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

- আপডেট টাইম : ০৭:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৬১ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুরে গাছে ঝুলন্ত অবস্থায় মো. আলমগীর হোসেন (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পৌরসভার টিসি সড়কের পাসে ডাকাতিয়া নদীর পাড় সংলগ্ন পুরাতন ওয়াপদা কলোনী সুপারি বাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের ভ্যানচালক মো. শাহজাহানের ছেলে। তার বাড়ি পৌরসভার মধুপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ হোসেন জানান, বাড়িঘর না থাকায় টিসি সড়কের ভাড়া বাসায় গত ৩০ বছর ধরে মা-বাবার সঙ্গে বসবাস করতেন আলমগীর। স্ত্রী ও ৩ মেয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। আলমগীর ভ্রাম্যমাণ কসাই ও মাদকেও আসক্ত ছিলেন। শুক্রবার রাতে পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান আলমগীর। শনিবার সকালে একটি গাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। বাড়ি ২০০ ফুট দূরত্বে ঘটনাস্থল।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, শনিবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।