- আপডেট টাইম : ০২:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ৬১৮ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে গাজীপুরে নির্বাচনী ইতিহাসে এই প্রথম কোন নারী মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,
স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়,
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ৪৮০টির কেন্দ্রের মধ্যে সব কটির ফলাফল ঘোষিত হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন তিনি ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে।
টেবিল ঘড়ি প্রতীক নিয়ে-জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। দ্বিতীয় অবস্থানে থাকা নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান তিনি পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান তিনি পেয়েছে ৪৫ হাজার ৩৫২ ভোট পেয়েছেন।
গাজীপুর জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফল ঘোষণা করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ফল ঘোষণার সেই সময়টিতে মিলনায়তনে উপস্থিত ছিলেন জায়েদা খাতুনের নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
মায়ের বিজয়ের পর জাহাঙ্গীর আলম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় কেবল তাঁর নয়, নগরবাসীর।
গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০। ভোট পড়েছে ৪৮ দশমিক ৭৫ শতাংশ। এবার ৪৮০টি কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি বুথের সব কটিতেই ইভিএমে ভোট গ্রহণ করা হয়।
ওই নির্বাচনের অন্য মেয়র প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মোঃ হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ ভোট এবং হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের
ফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন,
নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছে,
এবং তা প্রমাণিত হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে।
এটি একটি সুষ্ঠু নির্বাচনের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
গাজীপুর সিটি করপোরেশনে, প্রার্থী ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মীসহ নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ফরিদুল ইসলাম।
বিশেষ প্রতিনিধি
মোঃ ওয়াহিদুজ্জামান
দৈনিক সময়ের কন্ঠ