বান্দরবানে পর্দা উঠছে ফুটবল খেলোয়াড় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
- আপডেট টাইম : ০২:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১৮৪ ৫০০০.০ বার পাঠক
বান্দরবানে ফুটবল খেলোয়াড় সমিতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৩ এর আয়োজন করা হয়েছে।আগামী শুক্রবার (২৬ মে) এই টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষনা করবেন।.
এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার তারিকুল ইসলাম, পিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী রাজার মাঠে এই টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।স্থানীয় ৬টি টিমসহ সর্বমোট ৮টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।২৬ মে উদ্বোধনী খেলায় লোহাগাড়া একাদশ মুখোমুখি হবে চকরিয়া একাদশ এর খেলোয়াড়রা।জানা যায়,কোভিড-১৯ এর কারনে দীর্ঘ বিরতির পর ঐতিহ্যবাহী রাজার মাঠে এই ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করলো জেলা ফুটবল খেলোয়াড় সমিতি।নকআউট পদ্ধতির এই টুর্নামেন্ট ঘিরে মাঠ প্রস্তুতিসহ টুর্নামেন্ট এর সার্বিক আয়োজন নিয়ে ব্যাস্ত সময় পার করছে বান্দরবান এর খেলোয়াড়/কর্মকর্তা/কোচ/রেফারিবৃন্দ এবং টিম সংশ্লিষ্টরা।টুর্নামেন্ট উপলক্ষে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে গঠিত কমিটি তে আহ্বায়ক এর দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার মো.রফিকুল আলম।তিনি জানান, টুর্নামেন্ট চ্যাম্পিয়ন টিমকে ৫০ হাজার টাকা প্রাইজমানি সহ আকর্ষনীয় ট্রফি এবং রানার্সআপ টিমকে ত্রিশ হাজার টাকার প্রাইজমানি পুরষ্কার হিসেবে তুলে দেয়া হবে।তিনি আরও উল্লেখ করেন,অংশগ্রহনকারী টিমে নয়জন করে খেলোয়াড় খেলতে পারবে।এছাড়াও এই ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ট খেলোয়াড়,সেরা গোল রক্ষক, সুশৃঙ্খল দল পাবে আকর্ষনীয় পুরষ্কার দেয়া হবে।টুর্নামেন্ট সফল করতে ইতিমধ্যে মাঠের লে-আউটসহ মাঠ প্রস্তুত করার কাজ চলছে।টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতাও কামনা করেন।