সংবাদ শিরোনাম ::
খুলনা জেলার দৌলতপুর সাব রেজিষ্টার কার্যালয় – নতুন ভবনে স্থানান্তর
বিশেষ প্রতিনিধি
- আপডেট টাইম : ০২:১৮:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ৪৬২ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানান – বাংলাদেশের খুলনা জেলার দৌলতপুর সাব রেজিষ্ঠার কার্যালয় – নতুন ভবনে স্হানান্তর করা হয়েছে – চলতি বছরের জানুয়ারী মাসে। উক্ত কার্যালয়ের কার্যক্রম চলছিল – পুরনো জরাজীর্ণ ভবনে, গণমাধ্যমে – ভবনটি জরাজীর্ণ – ও – এর – কার্যক্রম নতুন ভবনে হওয়া দরকার – শিরোনামে – বেশ কয়েকবার সংবাদ প্রকাশ হয় – গত বছর। যার প্রেক্ষিতে গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের উদ্যোগে দৌলতপুরের – কুলির বাগান নামক স্থানে – নতুন ভবনে – সাব রেজিষ্ঠার কার্যালয় – দৌলতপুরের নতুন কার্যক্রম – শুরু হয়। উক্ত কার্যালয়ে ভূমি রেজিষ্টির কার্যক্রম – ও – রাজস্ব জমা চলমান রয়েছে – জানা যায়।
আরো খবর.......