কালিয়াকৈরে ৬টি অবৈধ করাত কল উচ্ছেদ, জরিমানা ও যন্ত্রাংশ জব্দ
- আপডেট টাইম : ০৪:৫২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ২২১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈরের আটাবহ ইউনিয়নের জালশুকা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৬টি করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা জনাব মনিরুল করিম, চন্দ্রা বিট কর্মকর্তা নূর মোহাম্মদ, বাড়ইপাড়া বিট কর্মকর্তা শরিফুল ইসলাম খান ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কয়েকজন অসাধু ব্যবসায়ী করাত কল স্থাপনা করে আইন অমান্য করে করাত কলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
জালশুকা বাজার এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে করাত কলগুলো । এসময়ে অভিযানে, মোঃরাকিব,মোঃআব্দুর রাজ্জাক ও মিজানুর রহমান, মোঃ ফারুক, মোঃ হযরত, মোঃ হামিদুর রহমান সহ ছয়টি করাত কলের মালিকদেরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং সবকয়টি করাত কলে যন্ত্রাংশ যব্দ করা হয়।