আইন-শৃঙ্খলা ও উন্নয়নমূলক মতবিনিময় সভা
- আপডেট টাইম : ০৩:২১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১১৭ ৫০০০.০ বার পাঠক
নাটোরের লালপুরে আইন-শৃঙ্খলা ও উন্নয়নমূলক মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভুঁঞা।
বৃহস্পতিবার (১৮ মে ২০২৩) উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, নথ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা।
এছাড়া বক্তব্য রাখেন, সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে জেলা প্রশাসক নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া লালপুর থানা পরিদর্শন, করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্ভাবনী উদ্যোগ কার্যক্রম উদ্বোধন, করিমপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, মধ্যাহ্ন বিরতির পর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন, গোপালপুর পৌরসভা পরিদর্শন, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন।