নদীর পানিতে ডুবে প্রানগেল যুবকের।পুরো কাপ্তাই যেন শোকে স্তব্ধ
- আপডেট টাইম : ১২:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
গতকাল দুপুরে বন্ধুদের সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় – কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী শহীদুল ইসলামের বড় ছেলে মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র আকিব।ঘটনাস্থলে গিয়ে জানা যায় – কর্ণফুলী নদীর ঠিক যেখানটায় বাঁধ দিয়ে কাপ্তাই লেকের উৎপত্তি হয় সেই জায়গাতেই এ ঘটনা ঘটে । কাপ্তাই বাঁধের পানি নিষ্কাশন দ্বারের ঠিক সামনে; যেটিকে কর্ণফুলীর মুখ বলা যায়, কারণ বাঁধ দেয়ার পর থেকে কাপ্তাই লেক আর কর্ণফুলী নদী আলাদা হয়ে গিয়ে কর্ণফুলীর শুরুর স্থান হয়ে যায় জায়গাটা। ছেলেটি নিখোঁজের পর থেকে কাপ্তাইয়ের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে যায়৷ গতকাল দুপুর থেকেই স্থানীয় জেলে, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনীর ডুবুরি দল, সাধারণ মানুষজন এবং বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রহরীদের দফায় দফায় অবিশ্রান্ত অভিযানেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গভীর রাতে যখন পরিপূর্ণ ভাটা হয়ে নদীর পানি প্রায় অনেকটাই নেমে যায়; তখন সাধারণ মানুষজন এবং স্থানীয় জেলেরা পুরো জায়গাটা ভালো করে আবার খুঁজে দেখেন এবং হতাশ হয়ে ফিরে আসেন৷
গতো-১৮/০৫/২০২৩তারিখ সকালে আবার খোঁজা শুরু হয় তাকে। অবশেষে সকাল ৮:৪৫ মিনিটে প্রায় ২০ ঘন্টা পর আশ্চর্যজনকভাবে যেই স্থানে সে ডুবে যায় ঠিক সেখানেই তাকে খুঁজে পায় উদ্ধারকারী দল! এখানে যারা অনেকদিন ধরে আছে তাঁরা বলছেন এমন ঘটনা এই জায়গায় আগেও অনেকবার ঘটেছে।
আল্লাহ্ পরিবারটিকে এত বড় শোক সইবার শক্তি দিন…