বিভিন্ন স্পটে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন সদরের উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম
- আপডেট টাইম : ০২:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ২৮২ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহ সদরে ফসলি জমিতে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গতকাল শুক্রবার (১২ মে ২০২৩) তারিখ বিকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,এর নির্দেশনায় সদর উপজেলার খাগডহর ইউনিয়নের বিভিন্ন স্পটে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
এ সময় তিনি বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস ও উত্তোলন কৃত বালু জব্দ করেন। পরবর্তীতে জব্দকৃত বালু নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার জনপ্রতিনিধিদের মদদে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় করে আসছিলো একটি কুচক্রী মহল। ফলে হুমকির মুখে পড়ে ওই এলাকার শত শত একর ফসলি জমির চাষাবাদ। বিশেষ বালু উত্তোলনের ফলে ইউনিয়নের আওতায় নদীর পাড় এলাকার রাস্তার অবস্থা নাজুক পরিস্থিতি হওয়ায় স্থানীয়দের চলাফেরায় চরম দুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়ে উঠেছে।