মুক্তিযুদ্ধ মন্ত্রী, টিকা নিলেন সবাইকে নেওয়ার আহ্ববান জানালেন
- আপডেট টাইম : ১১:৪৭:৩৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
আজ মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সচিব তপন কান্তি ঘোষ। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে তারা টিকা নেন।
টিকা দিয়ে মন্ত্রী ও সচিব উভয়ই ভালো বোধ করছেন। দু’জনের কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।টিকাদান শেষে উপস্থিত সাংবাদিকদের মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, সারাদেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। কারো কোনো মিথ্যা অপপ্রচার ও গুজবী কথায় কান দিয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা দেওয়ার আহ্ববান জানাচ্ছি। টিকা দিয়ে নিজে নিরাপদ হন, অন্যকেও নিরাপদ রাখুন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।