মহাদেবপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- আপডেট টাইম : ০৫:২২:৩২ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১০৫ ৫০০০.০ বার পাঠক
দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন, দোওয়া মাহফিল, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর মহাদেবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুলবুল সিনেমা হল এলাকার দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকতার পর সকাল ১০টায় সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাসস্ট্যান্ড মাছের মোড় বটতলায় আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি শ্রী অতিম কুমার ব্যাণার্জী বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাওসার আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, যুগ্ম আহ্বায়ক মাস্টার খোন্দকার আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।
এসময় আনন্দ শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সদস্য শ্রী অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি, সহ-সভাপতি ডা: মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপ-দপ্তর সম্পাদক মাস্টার ফণি ভূষণ মহন্ত, রাইগাঁ ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান সরদার আরিফ, সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি তাপস সরদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, কৃষক লীগের নেতা সাংবাদিক সুমন কুমার বুলেট, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুছা আল আশআরী প্রমুখ।