চাঁপাইনবাবগঞ্জে সেতুতে লাশবাহী গাড়ির টোল আদায় নিয়ে হামলা-ভাঙচুর,আটক দুই টোল আদায়কারী
- আপডেট টাইম : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১১৭ ৫০০০.০ বার পাঠক
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে মরদেহবাহী একটি গাড়ির টোল আদায়কে কেন্দ্র করে মৃত্যু ব্যক্তির স্বজনদের কে মারধরের অভিযোগ উঠেছে টোল আদায়কারীদের বিরুদ্ধে। এনিয়ে পরে টোল প্লাজায় ভাঙচুর চালিয়েছেন মৃত্যু ব্যক্তির স্বজনরা।
এ ঘটনায় দুই টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- শফিকুল ইসলাম ও আব্দুস সোবহান।
মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় ৩০ মিনিট টোল আদায় ও যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় ৫-৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি হলেন মৃত্যু ব্যক্তির চাচাতো ভাই লালচাঁন চৌধুরী (৫০)।
মৃত্যু ব্যক্তির স্বজন, আহত ব্যক্তি, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা শহরের হুজরাপুর ঠাকুরবাড়ি এলাকার প্রেম লাল চৌধুরী মঙ্গলবার বেলা ১১টায় হার্ট অ্যাটাক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বাসায় নেওয়ার পর বিকেলে শিবগঞ্জ উপজেলার তত্তীপুর শ্মশানঘাটে শেষকৃত্য করার জন্য স্বজন ও প্রতিবেশীরা রওনা দেন। সন্ধ্যা ৬টার দিকে সেতুর টোল প্লাজায় টোল না দিয়ে তারা যাওয়ার চেষ্টা করলে বাধা দেন টোল আদায়কারীরা। পরে মৃত্যু ব্যক্তির স্বজনদের রড ও লোহার পাইপ দিয়ে বেধড়ক পেটান তারা।
মৃত্যু ব্যক্তির মেয়ে মুক্তি চৌধুরী বলেন, হিন্দু ধর্মের লোকজন মরদেহ পুড়াতে তত্তিপুর শ্মশানঘাট নিয়ে যায়। মাঝেমধ্যে ঝামেলা করলেও সাধারণত লাশের গাড়িতে টাকা নেওয়া হয় না। এরই প্রেক্ষিতে আজকে স্বজনরা টাকা না দিয়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাগবিতণ্ডার একপর্যায়ে লোহার রড ও পাইপ দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়েছে।
আহত লালচাঁন চৌধুরী বলেন, আমরা শুধুমাত্র অনুরোধ করেছি, টাকা না নেওয়ার। এরপরই বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ শুরু করেন টোল আদায়কারীরা। এর প্রতিবাদ করা মাত্রই তারা সংঘবদ্ধ হয়ে লোহার পাইপ ও রড দিয়ে মারতে থাকেন। এ সময় বাকি স্বজনরা ও স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যান। আমার শরীরের বিভিন্ন স্থানে যখম ও আঘাতের কারণে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফরহাদ আলম বলেন, সেতুর টোল প্লাজায় মারামারির ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত একজন ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পা, মাথা আর হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আরও নিশ্চিত হওয়ার জন্য এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন টোল আদায়কারী জানান, মরদেহের গাড়ির জন্য ছাড় নেই, এমন বক্তব্য দেওয়ার পরই তারা বিভিন্নভাবে গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করা মাত্রই আমাদেরকে মারধর এবং টোলপ্লাজায় ব্যাপক ভাঙচুর করেন মৃত্যু ব্যক্তির স্বজনরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মরদেহবাহী একটি গাড়ির টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।