সিসিক নির্বাচনে মেয়র পদে ৫জন, কাউন্সিলর প্রার্থী ৩৫০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

- আপডেট টাইম : ০৩:০০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ২১৬ ১৫০০০.০ বার পাঠক
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ৫জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (৯ মে) বিকেলে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন-মো: আব্দুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।
এ ছাড়া ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে (মহিলা) ৭৬ জন ও ৪২টি সাধারণ ওয়ার্ডে ২৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জুন।