মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,জেলা কার্যালয় কুমিল্লার কার্যক্রম
- আপডেট টাইম : ১২:০৬:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ২৫৩ ৫০০০.০ বার পাঠক
মোঃদেলোয়ার-তথ্য মতে-বাংলাদেশের কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দেশের খুব স্পর্শ কাতর জায়গায় অবস্হিত।কারন-কুমিল্লা জেলার পূর্ব পাশে,বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমান্তে কাটা তাঁরের বেড়া অবস্হিত।যে সিমান্ত পার হয়ে-বাংলাদেশের কুমিল্লা জেলায় ঢুকে-মাদকের পাইকারী চালান,পাইকারী চালানের মাদক-কুমিল্লা জেলায় এসে হয়ে যায়-খুচরা মাদকের চালান।ছোট ছোট প্যাকেটে যা বিভিন্ন পরিবহন দ্বারা-বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়-মাদক ব্যাবসায়ী গন।এ ব্যাপারে-চৌধুরী ইমরুল হাসান,
সহকারী পরিচালক,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা’র কাছে জানতে চাইলে-তিনি গনমাধ্যমকে জানান-আমি কুমিল্লার প্রতিটি উপজেলায়-উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,ও অন্যান্যদের নিয়ে মাদক বিরোধী-আলোচনা সভা করি।
ওআমরা দুটি শাখা দ্বারা উক্ত কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করছি,একটি ক শাখা,অপরটি খ শাখা।উক্ত দুটি শাখা দ্বারা-চলতি বছরের-
জানুয়ারী হতে মার্চ মাস পর্যন্ত-
৩৫৫ অভিযানে-১২৭ টি মামলা হয়-আসামী মোট গ্রেফতার হয়-১৩৮ জন-জব্দকৃত মাদকদ্রব্যর পরিমান-ইয়াবা-১৭,২০০ পিসের বেশি,গাঁজা-৯৫,৯০৫ কেজির বেশি,ফেন্সিডিল-১৯৮ বোতলের বেশি।এছাড়াও-অন্যান্য মাদকদ্রব্য আটক করা হয়-তিনি জানান।এবং মাদক বিরোধী-অভিযান চলমান থাকবে-এও জানান-তিনি।