নাসিরনগরে ধানকাটার শ্রমিক সংকটে বিপাকে কৃষক
- আপডেট টাইম : ০৯:৪৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৩০ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওরে ধান পাকলেও শ্রমিক সংকটে কাটতে পারছেন না কৃষক। এত পরিশ্রমের বোরো ফসল ঘরে তুলতে চরম বিপাকে পড়েছেন কৃষক।
সরেজমিন দেখা গেছে, উপজেলার সবকটি এলাকায় কৃষকের জমিতে সোনালী পাকা ধান।সে সমস্ত এলাকায় কৃষক ধান কাটা শুরুও করেছেন। তবে বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ দেখলে আতঙ্কিত হয়ে উঠেন কৃষকরা।কারন কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশংকা রয়েছে। কৃষকদের দাবি, হাওরে ধান পাকলেও কাটার জন্য শ্রমিক সংকট রয়েছে।উপজেলা জুড়ে মাঠে মাঠে এখন সোনালি ধানের মৌ মৌ গন্ধ। আর ঘরে ঘরে চলছে ধান কাটার উৎসব। অনেক কৃষক পরিবার তাদের বাড়ির পাশে কিংবা মাঠে ধান শুকানোর জন্য জায়গা তৈরির কাজে ব্যস্ত। তারা বিভিন্ন জেলায় ধান কাটার শ্রমিকের জন্য খবর পাঠালেও বাইরের কোনো জেলা থেকে এবার কৃষি শ্রমিক না আসায় বিপাকে পড়েছেন কৃষক।
উপজেলার দাঁতমন্ডল গ্রামের কৃষক গোলাম আলী জানান, ধান পাকলেও শ্রমিক সংকটের কারণে চরম দুশ্চিন্তায় রয়েছি আমরা।
উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মিজানুর রহমান বলেন, আমি অল্প কিছু জমি চাষ করেছি। কিন্তু শ্রমিক সংকটের কারণে নিজে নিজেই ধান কাটা শুরু করে দিয়েছি। যদি শ্রমিকের অপেক্ষায় থাকি তাহলে ঘরে জমির ধান নাও তুলতে পারি, সেই চিন্তা করে নিজেই ধান কাটা শুরু করেছি।’
কৃষক বিকাশ দেব বলেন, ‘প্রতি বছর আমাদের এলাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক আসত। কিন্ত চলতি বছরে ধান কাটার শ্রমিক না আসায় এবার আমরা চরম হতাশায় দিন কাটাচ্ছি। কৃষি শ্রমিকের এবার মজুরিও অন্যান্য বছরের তুলনায় বেশি। শ্রমিকরা রোজ ৭০০- ৯০০ টাকা তাও অগ্রীম ছাড়া বর্তমানে কাজ করতে রাজি নয়।