জলসুখায় টমটমের বেটারি চোরি করতে গিয়ে ধরা পড়লো চোর।
- আপডেট টাইম : ১১:৫৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১১৪ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে বেশকিছু দিন যাবত লোকজনের বাড়ি থেকে মোবাইল, পানির কলের পাম্প, টমটম বিভিন্ন জিনিস চুরি হচ্ছে । এইবার টমটম থেকে বেটারি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর । খোঁজ নিয়ে জানা যায় এই ঘটনাটি ঘটে ৬ই মে রোজ শনিবার প্রায় ৬টা৩০ মিনিটের সময় জলসুখা বাজারে মনা মার্কেটে টমটম ডাইবার জিয়া উদ্দিন মিয়া টমটম রাস্তার পাশে রেখে একটু দুরে গিয়ে চা খাচ্ছিল।
এই সময় জলসূখা শঙ্খমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫) টমটম থেকে বেটারি খোলার চেষ্টা করলে টমটম ডাইবার দেখে । দেীড়ে গিয়ে চোরকে হাতে নাতে ধরে পেলে। তারপর চোরকে জলসুখা চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু মিয়া হেফাজতে দেওয়া হয়। আজমিরীগঞ্জ থানায় থানা খবর দিলে থানা থেকে রাত প্রায় ১০ ঘটিকার সময় এ এস আই লিটন পাল ও তদন্ত অফিসার আনোয়ার এসে চোরকে আজমিরীগঞ্জ থানায় নিয়ে যায় । ৭ই মে রোজ রবিবার এ এস আই লিটন পালের সঙ্গে আলোচনা করলে তিনি জানান রাসেলের বিরুদ্ধে মাদক মামলা ও রয়েছে সাথে চোরি তাই কোর্ডে চালান করে দেওয়া হবে।