কিশোরগঞ্জে নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান খান (মিন্টু) সিএ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- আপডেট টাইম : ১১:৩৯:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / ১৪৩ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সিএ (প্রশাসনিক কর্মকর্তা) আতাউর রহমান খান মিন্টুর বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২ (মে) রোজ :মঙ্গলবার দুপুর ১২টায় শহরের জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে মুহিত উদ্দিন নামে এক ব্যক্তি।
তাহার লিখিত বক্তব্যে অভিযোগ করে মুহিত উদ্দিন বলেন, আতাউর রহমান খান মিন্টু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হলেও ইতোমধ্যে জেলা শহরের বিভিন্ন স্থানে নামে বেনামে সম্পত্তি, ঘুষ লেনদেন, সরকারি গাছ আত্মসাৎ, সহ জোরপূর্বক অন্যের জমি দখল, স্ব-পরিবারে বিদেশ গমনসহ কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক, দুর্নীতিদমন কমিশনসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছেন। সে তার বক্তব্যতে বলেন যে আতাউর রহমান মিন্টুর বিরুদ্ধে অভিযোগ গুলো বর্তমানে তদন্তধীন রয়েছে।