ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের হস্তক্ষেপে মামলা প্রত্যাহার হওয়া টাঙ্গাইলবাসী খুশি! সভাপতি/সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চুড়ান্ত নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে স্বেচ্ছাসেবকদলের নেতা বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত, গুরুতর আহত ১

মোঃ তারিকুল ইসলাম সিন্টু নিজস্ব প্রতিনিধি।
  • আপডেট টাইম : ০৭:২১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / ১৩৬ ৫০০০.০ বার পাঠক

পি‌রোজপুরের না‌জিরপু‌রে সড়ক দূর্ঘটনায় মাওলানা মুফ‌তি মাহামুদুল হাসান (২৭) না‌মের এক মাদ্রাসা মুহতা‌মিত ‌নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (২ মে) পি‌রোজপুর-না‌জিরপুর টু ঢাকা আঞ্চ‌লিক মহাসড়‌কের না‌জিরপু‌রের নতুন রাস্তানামক এলায় এ দূর্ঘটনা ঘ‌টে।

নিহত মাদ্রাসা শিক্ষক উপ‌জেলার হোগলাবু‌নিয়া তারাবু‌নিয়া কাটাবু‌নিয়া দারুল কুরআন কওমী মাদ্রাসার মুহতা‌মিত।

তি‌নি উপ‌জেলার দেউলবাড়ী উ‌নিয়‌নের দেউলবাড়ী গ্রা‌মের মাওলানা শামসুল হ‌কের ছে‌লে।

নিহ‌তের মামাত ভাই মোঃ সানাউল্লাহ্ জানান, ওই মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা হই‌তে মাদ্রাসার বই কেনার উ‌দ্দে‌শ্যে গোপালগঞ্জ রওনা হই‌লে উপ‌জেলার নতুন রাস্তা নামক এলাকা পর্যন্ত পৌছাই‌লে বিপরীতমূ‌খী সুন্দরবন কু‌রিয়ার সা‌র্ভি‌সের এক‌টি কাভার্ড ভ‌্যানে মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয় এবং ঘটনাস্থ‌লে মারা যায়, তার সা‌থে থাকা ওই একই মাদ্রাসার সহকা‌রি শিক্ষক মোঃ আলী হো‌সেন গুরুত্বর আহত হন। না‌জিরপুর উপ‌জেলা স্বাস্থ‌্যক‌প্লে‌ক্সের কর্তব‌্যরত ডাঃ তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন।

এ‌বিষ‌য়ে কর্তব‌্যরত চি‌কিৎসক ডাঃ ‌দিপা‌ন্নিতা দেবনাথ জানান, মাদ্রাসা শিক্ষক তা‌কে মৃত অবস্থায়ই হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে, এবং তার সা‌থে থাকা অন‌্য শিক্ষক‌ গুরুত্বর আহত হওয়ায় তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়।

এ‌বিষ‌য়ে না‌জিরপুর থানার তদন্ত (ও‌সি ) মোঃ আলী রেজা জানান,খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে দ্রুত ফোর্স পাঠাই, লাশ উদ্ধার ক‌রি, ঘাতক কাভার্ডভ‌্যান‌টি‌কে আটক কর‌তে সক্ষম হই। ড্রাইভার‌কে আটক করা সম্ভব হয়নি তা‌কে আটক করার জন‌্য চেষ্টা চল‌ছে, লাশ ময়না তদ‌ন্তের জন‌্য প্রক্রীয়াধীন র‌য়ে‌ছে এবং মামলা ও প্রক্রীয়‌াধীন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত, গুরুতর আহত ১

আপডেট টাইম : ০৭:২১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

পি‌রোজপুরের না‌জিরপু‌রে সড়ক দূর্ঘটনায় মাওলানা মুফ‌তি মাহামুদুল হাসান (২৭) না‌মের এক মাদ্রাসা মুহতা‌মিত ‌নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (২ মে) পি‌রোজপুর-না‌জিরপুর টু ঢাকা আঞ্চ‌লিক মহাসড়‌কের না‌জিরপু‌রের নতুন রাস্তানামক এলায় এ দূর্ঘটনা ঘ‌টে।

নিহত মাদ্রাসা শিক্ষক উপ‌জেলার হোগলাবু‌নিয়া তারাবু‌নিয়া কাটাবু‌নিয়া দারুল কুরআন কওমী মাদ্রাসার মুহতা‌মিত।

তি‌নি উপ‌জেলার দেউলবাড়ী উ‌নিয়‌নের দেউলবাড়ী গ্রা‌মের মাওলানা শামসুল হ‌কের ছে‌লে।

নিহ‌তের মামাত ভাই মোঃ সানাউল্লাহ্ জানান, ওই মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা হই‌তে মাদ্রাসার বই কেনার উ‌দ্দে‌শ্যে গোপালগঞ্জ রওনা হই‌লে উপ‌জেলার নতুন রাস্তা নামক এলাকা পর্যন্ত পৌছাই‌লে বিপরীতমূ‌খী সুন্দরবন কু‌রিয়ার সা‌র্ভি‌সের এক‌টি কাভার্ড ভ‌্যানে মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয় এবং ঘটনাস্থ‌লে মারা যায়, তার সা‌থে থাকা ওই একই মাদ্রাসার সহকা‌রি শিক্ষক মোঃ আলী হো‌সেন গুরুত্বর আহত হন। না‌জিরপুর উপ‌জেলা স্বাস্থ‌্যক‌প্লে‌ক্সের কর্তব‌্যরত ডাঃ তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন।

এ‌বিষ‌য়ে কর্তব‌্যরত চি‌কিৎসক ডাঃ ‌দিপা‌ন্নিতা দেবনাথ জানান, মাদ্রাসা শিক্ষক তা‌কে মৃত অবস্থায়ই হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে, এবং তার সা‌থে থাকা অন‌্য শিক্ষক‌ গুরুত্বর আহত হওয়ায় তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়।

এ‌বিষ‌য়ে না‌জিরপুর থানার তদন্ত (ও‌সি ) মোঃ আলী রেজা জানান,খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে দ্রুত ফোর্স পাঠাই, লাশ উদ্ধার ক‌রি, ঘাতক কাভার্ডভ‌্যান‌টি‌কে আটক কর‌তে সক্ষম হই। ড্রাইভার‌কে আটক করা সম্ভব হয়নি তা‌কে আটক করার জন‌্য চেষ্টা চল‌ছে, লাশ ময়না তদ‌ন্তের জন‌্য প্রক্রীয়াধীন র‌য়ে‌ছে এবং মামলা ও প্রক্রীয়‌াধীন।