নবীনগরে আওয়ামী শ্রমিক লীগের মে দিবস পালন অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৭:৩১:০৫ পূর্বাহ্ণ, সোমবার, ১ মে ২০২৩
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী শ্রমিক লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে মহান মে দিবসের র্্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পহেলা মে সকাল ১০ ঘটিকায় নবীনগর সিএনজি স্টেশন থেকে ফোরকান উদ্দিন মৃধার নেতৃত্বে র্্যালি বের হয়ে আদালত প্রাঙ্গণ ঘুরে নবীনগর ডিগ্রি মহিলা কলেজে এসে আলোচনা সভা শেষে হয়েছে।
পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম ইয়াহিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, সফিকুল ইসলাম সফিক, সাবেক সহ-সভাপতি নিয়াজুল হক কাজল, নবীনগর ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ ইয়াবের হাসান জামিল, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি ফোরকান উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক খোকন, পৌর শ্রমিক লীগের সভাপতি ইকবাল মিয়া, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া, বিল্লাল হোসেন, যুব লীগ নেতা জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনায় উঠে আসে শ্রমিক অধিকার, শ্রমিকদের শক্তি ও বৈষম্যের নানা দিক। এ সময় প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।