ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের রণতরীতে আবারও ইয়ামেনের হামলা চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০ ৩ মাসে সোনার দাম বেড়েছে ১৪ বার, যে কারণে বৃদ্ধি ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র ঈদের তৃতীয় দিনে কেউ ঢাকায় ফিরছেন, আবার কেউ ছাড়ছেন অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ভৈরবে রেলওয়ে জংশনের সামনে সিগন্যালের তার সহ ২জন চোর গ্রেফতার মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান: গণঅভ্যুত্থানের গণআকাংখা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত// প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের জন্য ইতিবাচক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ির টানে গ্রামে সবাই, রাজধানী ‘ফাঁকা’

গোপালগঞ্জে ইজিবাইক চালক কে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ২২২ ৫০০০.০ বার পাঠক

গোপালগঞ্জ জেলার চর-মানিদাহ গ্রামের মিয়া বাড়ির মৃতঃ আকবর হোসেন শিকদারের ছেলে এনামুল সিকদার অনিক (২৮)কে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।

অভিযোগের ভিত্তিতে জানা যায় গতকাল বিকাল আনুমানিক ৫টার দিকে রোমান মিয়া নামক মিয়াবাড়ির এক ইজিবাইক চালকের সাথে যে ভাড়া চুক্তি করে এসে তা না দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয় চর সোনাকুড় এলাকার পিরু সিকদারের মেয়ের সাথে। ইজিবাইক চালক রাগ হয়ে মহিলাটিকে বেয়াদব বলে টাকা না নিয়ে চলে যায়। পরবর্তীতে সে আবার ঐ রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় পিরু সিকদারের ছেলে সাজ্জাদ সিকদার রোমান মিয়ার গাড়ির গতি রোধ করে তাকে মারধর করে। রোমান মিয়া কাউকে কিছু না বলে চলে যায়। রোমান মিয়া কে মেরে সন্ত্রাসীরা খ্যান্ত হয় নাই। রাত আনুমানিক ১০ টার সময় মিয়াবাড়ী এলাকার আকবর শিকদারের ছেলে ইজিবাইক চালক অনিক শিকদার ইজিবাইক চালিয়ে যাবার সময় সাজ্জাদ সিকদারের চোখে পড়ে অনিক শিকদার কে ইজিবাইক চালিয়ে যেতে। সাজ্জাদ তার সাথে থাকা লোকজনকে বলেন ঐ যে মিয়াবাড়ির একজন ইজিবাইক চালিয়ে যায় ওকে ধর ও যেন পালিয়ে যেতে না পারে। সঙ্গে সঙ্গে তার সাথে থাকা রাব্বি সিকদার, কাজল মিয়া সহ আরো ১০/১২ জন অনিক মিয়ার গাড়ির গতি রোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে সাজ্জাদ তাকে রামদা দিয়ে কোপ দিয়ে মটিতে ফেলে দেয়, তার সাথে থাকা সন্ত্রাসীরা অনিককে বেধরক মারপিট করে। এতে অনিক সিকদারের মুখে কোপ,হাত ভাঙ্গা সহ সমস্ত শরীরে রডের বাড়িতে ক্ষত হয়। এক পর্যায়ে অনিক জ্ঞান হারালে সন্ত্রসীরা অনিকের ভাড়া করা ইজিবাইক , কাছে থাকা ১০ হাজার টাকা, একটি মোবাইল ও তার প্রবাসী ভাইয়ের দেওয়া আট আনা ওজনের একটি স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়। অনিককে পাশের এক মুদি দোকানদার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়, ওখানকার কর্তব্যরত ডাক্তার অনিকের অবস্থা আশঙ্খাজনক দেখে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তির থাকার নির্দেশ দেন।

এ ব্যপারে অনিককে হাসপাতালে নিয়ে আশা দোকান মালিক এ্যাডভোকেট আজাদ বলেন অনিক আমার দোকানের সামনে এসে আমাকে বাঁচান বলে পড়ে যায়। আমি অনিকের মুখের কোপ শরিরে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে যাই।

এ ব্যপারে হামলার শিকার অনিক শিকদার বলেন, আমি ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় সিও আফিস ও শষান গেটের মাঝামাঝি আসলেই সাজ্জাদ সিকদার, বাব্বি সিকদার,কাজল মিয়া, মুকুল সিকদার সহ আরো ১০/১২ জন আমার গাড়ি থামিয়ে আমাকে গাড়ি থেকে টেনে-হেচরে নামায়। সাজ্জাদ আমাকে রামদা দিয়ে কোঁপ দেয় ওর সাথে থাকা লোকজন আমাকে যে যার মত মারতে থাকে। আমি ওদেরকে বলেছিলাম ভাই আমাকে মারছেন কেন, আমি কি অপরাধ করেছি। ওরা আমাকে মেরে আমার ভাড়ার ইজিবাইকটি, আমার পকেটে থাকা ১০ হাজার টাকা, মোবাইল সেট ও বিদেশে থাকা ভাইয়ের দেওয়া একটি স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়।আমি আমার উপর হামলা কারীদের আইনের আওতায় আনার আহবান জানাই।অনিকের উপর হামলা ও গাড়ি ছিনতাইয়ের ব্যপারে তার বড় ভাই গোপালগঞ্জ সদর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ব্যপারটি গোপালগঞ্জ সদর থানা এস,আই মহাসীন তদন্ত করছে। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, অনিকের সাথে যে ঘটনা হয়েছে তা তদন্ত সাপেক্ষে মামলা হবে। আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে ইজিবাইক চালক কে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।

আপডেট টাইম : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

গোপালগঞ্জ জেলার চর-মানিদাহ গ্রামের মিয়া বাড়ির মৃতঃ আকবর হোসেন শিকদারের ছেলে এনামুল সিকদার অনিক (২৮)কে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।

অভিযোগের ভিত্তিতে জানা যায় গতকাল বিকাল আনুমানিক ৫টার দিকে রোমান মিয়া নামক মিয়াবাড়ির এক ইজিবাইক চালকের সাথে যে ভাড়া চুক্তি করে এসে তা না দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয় চর সোনাকুড় এলাকার পিরু সিকদারের মেয়ের সাথে। ইজিবাইক চালক রাগ হয়ে মহিলাটিকে বেয়াদব বলে টাকা না নিয়ে চলে যায়। পরবর্তীতে সে আবার ঐ রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় পিরু সিকদারের ছেলে সাজ্জাদ সিকদার রোমান মিয়ার গাড়ির গতি রোধ করে তাকে মারধর করে। রোমান মিয়া কাউকে কিছু না বলে চলে যায়। রোমান মিয়া কে মেরে সন্ত্রাসীরা খ্যান্ত হয় নাই। রাত আনুমানিক ১০ টার সময় মিয়াবাড়ী এলাকার আকবর শিকদারের ছেলে ইজিবাইক চালক অনিক শিকদার ইজিবাইক চালিয়ে যাবার সময় সাজ্জাদ সিকদারের চোখে পড়ে অনিক শিকদার কে ইজিবাইক চালিয়ে যেতে। সাজ্জাদ তার সাথে থাকা লোকজনকে বলেন ঐ যে মিয়াবাড়ির একজন ইজিবাইক চালিয়ে যায় ওকে ধর ও যেন পালিয়ে যেতে না পারে। সঙ্গে সঙ্গে তার সাথে থাকা রাব্বি সিকদার, কাজল মিয়া সহ আরো ১০/১২ জন অনিক মিয়ার গাড়ির গতি রোধ করে তাকে গাড়ি থেকে নামিয়ে সাজ্জাদ তাকে রামদা দিয়ে কোপ দিয়ে মটিতে ফেলে দেয়, তার সাথে থাকা সন্ত্রাসীরা অনিককে বেধরক মারপিট করে। এতে অনিক সিকদারের মুখে কোপ,হাত ভাঙ্গা সহ সমস্ত শরীরে রডের বাড়িতে ক্ষত হয়। এক পর্যায়ে অনিক জ্ঞান হারালে সন্ত্রসীরা অনিকের ভাড়া করা ইজিবাইক , কাছে থাকা ১০ হাজার টাকা, একটি মোবাইল ও তার প্রবাসী ভাইয়ের দেওয়া আট আনা ওজনের একটি স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়। অনিককে পাশের এক মুদি দোকানদার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়, ওখানকার কর্তব্যরত ডাক্তার অনিকের অবস্থা আশঙ্খাজনক দেখে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তির থাকার নির্দেশ দেন।

এ ব্যপারে অনিককে হাসপাতালে নিয়ে আশা দোকান মালিক এ্যাডভোকেট আজাদ বলেন অনিক আমার দোকানের সামনে এসে আমাকে বাঁচান বলে পড়ে যায়। আমি অনিকের মুখের কোপ শরিরে অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে যাই।

এ ব্যপারে হামলার শিকার অনিক শিকদার বলেন, আমি ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় সিও আফিস ও শষান গেটের মাঝামাঝি আসলেই সাজ্জাদ সিকদার, বাব্বি সিকদার,কাজল মিয়া, মুকুল সিকদার সহ আরো ১০/১২ জন আমার গাড়ি থামিয়ে আমাকে গাড়ি থেকে টেনে-হেচরে নামায়। সাজ্জাদ আমাকে রামদা দিয়ে কোঁপ দেয় ওর সাথে থাকা লোকজন আমাকে যে যার মত মারতে থাকে। আমি ওদেরকে বলেছিলাম ভাই আমাকে মারছেন কেন, আমি কি অপরাধ করেছি। ওরা আমাকে মেরে আমার ভাড়ার ইজিবাইকটি, আমার পকেটে থাকা ১০ হাজার টাকা, মোবাইল সেট ও বিদেশে থাকা ভাইয়ের দেওয়া একটি স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়।আমি আমার উপর হামলা কারীদের আইনের আওতায় আনার আহবান জানাই।অনিকের উপর হামলা ও গাড়ি ছিনতাইয়ের ব্যপারে তার বড় ভাই গোপালগঞ্জ সদর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ব্যপারটি গোপালগঞ্জ সদর থানা এস,আই মহাসীন তদন্ত করছে। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, অনিকের সাথে যে ঘটনা হয়েছে তা তদন্ত সাপেক্ষে মামলা হবে। আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।