ঈঁদ শুভেচ্ছা জানিয়েছেন ই- প্রেসক্লাব আজমিরীগঞ্জ উপজেলা শাখার মোঃ আংগুর মিয়া

- আপডেট টাইম : ০৩:১৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩
- / ১৯৭ ৫০০০.০ বার পাঠক
প্রিয় সহ কলম যোদ্ধা ভাই বোনেরা ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব, দৈনিক সময়ের কণ্ঠ দৈনিক সেরা কন্ঠ, সপ্তাহিক হবিগঞ্জের খবর পরিবার সহ সারা দেশের ধর্ম প্রান মুসলিম উম্মাহর সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ( তিনি বলেন রমজান মাস হলো সংযম, সিয়াম সাধনার এবং আত্মশুদ্ধির মাস, আল্লাহর হুকুম পবিএ রমজান মাসে রোজা রাখা নিজেকে পরিশুদ্ধ করা গুনাহমুক্ত ও পবিত্র হওয়া, এ মাস হলো রহমত মাগফেরাত ও বরকতময় মাস, এ মাসের উছিলায় আমরা সমস্ত মুসলিম জাতি যেন আল্লাহর দেওয়া নেয়ামত গ্রহণ করতে পারি।
তিনি আরও বলেন ঈদ মানে আনন্দ, এই ঈদে আমাদের সকলের মাঝে হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে, সহমর্মিতা ভ্রাতৃত্ববোদের সৃষ্টি হোক তৈরি হোক সাম্য মৈত্রী ও সম্প্রিতি বন্ধন।
দেশ জুড়ে সুখ- শান্তি কল্যান ও উত্তোরাত্তর সাফল্য কামনা করি। সেই সাথে সারা বিশ্বের মুসলমানদের সুখ শান্তি ও অনাবিল আনন্দে ভরে উঠুক সকলের জীবন, বন্ধ হোক হানাহানি, মারামারি, ভুলে থাক সব বিভেদ।
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রবাহিত হোক ঈদ আনন্দের অমিয় ধারা।
পবিত্র ঈদ -উল ফিতর উপলক্ষে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছান্তেঃ সাংবাদিক
মোঃ আংগুর মিয়া
সহ ঐীয়া বিষয় সম্পাদক
ই-প্রেসক্লাব আজমিরীগঞ্জ উপজেলা শাখা