কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এসোসিয়েশন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৫:৩১:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
এসো মিলি প্রানের স্পন্দনের, এগিয়ে যাই ভ্রাতৃত্বের বন্ধনে এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লার হোমনায় কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র এসোসিয়েশন উদ্যোগে ৫ম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয়ের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র এসোসিয়েশন উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র এসোসিয়েশন এর ছাত্র মো. রমিজ উদ্দিন এর সভাপতিত্বে ও নোয়াখালী জেলার ভোক্তা অধিকার পরিচালক মো. কাউছার মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহিদউল্লাহ,হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আনিছুর রহমান ,
আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন,
উক্ত বিদ্যালয়ের ১৯৯৫ এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র মো. জাকির হোসেন, ২০০০ এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র মো. তোহা, কো-অপ্ট সদস্য, ব্যবস্থাপনা কমিটি কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় মো. জিল্লুর রহমান চৌধুরী সহ উক্ত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র বক্তব্য রাখেন।
কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র এসোসিয়েশন এর বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রী এসময় উপস্থিত ছিলেন।