অবশেষে জলসুখা সি.এন.জি ম্যানেজার যুবক গ্রেফতার! জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়
- আপডেট টাইম : ০৬:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১২০ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের সি.এন.জি স্টেশনে যাত্রী হেনস্তাাকারী সি.এন.জি ম্যানেজার যুবক মিয়া গ্রেফতার ।
খোঁজ নিয়ে জানা যায়, জলসুখা ইউনিয়নে সি.এন.জি স্টেশনে ব্যাটারী চালিত অটোরিকশা দিয়ে যাত্রী বানিয়াচং যেতে চাইলে যাত্রীদের ও অটো ড্রাইভারদের দীর্ঘ দিন ধরে হেনস্তা ও অপমান করে হচ্ছিল। সাধারণ যাত্রীরা ভয়ে কিছু বলতে পারত না। কিছু দিন আগে হবিগঞ্জের বেশ কয়েকটি লোকাল পত্রিকায় এ নিয়ে লেখালেখি হয়। তারপও যুবক মিয়াকে থামানো যাচ্ছিলো না। ঈদের সময়েও যাত্রীদের হেনস্তা ও অপমান করে যাচ্ছিল। এরই প্রেক্ষিতে ২০শে এপ্রিল রোজ: বৃহস্পতিবার যুবক মিয়াকে সি.এন.জি স্টেশন থেকে আজমিরীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেন।
এই বিষয় নিয়ে যুবক মিয়াকে জিজ্ঞেস করা হলে সে বলে, আমি নাকি সি.এন.জি স্টেশনে চাঁদাবাজি করি। বাস্তবে আমি তা করি না। এই নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানায়, থানায় কোন লিখত অভিযোগ আসেনি। আমরা জানতে পেরেছি সি.এন.জি ম্যানেজার যুবক মিয়া ও তার ড্রাইভাররা মিলে সাধারণ যাত্রীদের হেনস্তা করে। তাই গ্রেফতার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পর সে বলেছে, আর এ রকম কোনদিনও করবে না। আবারো যদি এ রকম ঘটনার পুনরাবৃত্তি করে গ্রেফতার করে থানায় নিয়ে আসব।
যুবক গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ যাত্রীদের স্বস্তি ফিরে আসে এবং সচেতন মহলসহ জনসধারণ আশা করে মফস্বল এলাকায় যাত্রীর সুবিধার জন্য সি.এন.জির পাশাপাশি অটোরিকশা চলাচল করার জন্য যাথাযথ কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করেন।