ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি: হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় শপথ উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে পীরগঞ্জে আগাম শীত- স্বাস্থ্য ঝুঁকিতে শিশু সহ বয়োবৃদ্ধরা ২৪ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা, চরম ভোগান্তিতে যাত্রীরা হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার আফগানিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ বৈষমহীন দেশ গঠনে রাস্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপিকে নিতে হবে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলায় ইউপি সদস্য মফিজুল হকের জবরদখল করা একটি আস্তানায় গোপন ক্যমেরায় বখাটেদের মাদক সেবন করার সত্যতা উঠে আসে মধ্যপ্রাচ্য বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলের বিমান হামলা গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ নভেম্বর জিরো পয়েন্টে আসার ডাক আওয়ামী লীগের

ভালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের দারুণ জয়

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:০৬:১৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
  • / ৩৩৬ ৫০০০.০ বার পাঠক

খেলাধুলার রিপোর্ট।।

ভালেন্সিয়ার বিপক্ষে আগের দেখায় অভিজ্ঞতা হয়েছিল ভীষণ বাজে। শুরুতে এগিয়ে গিয়েও তিন তিনটি পেনাল্টি হজম করে হারতে হয়েছিল বড় ব্যবধানে। এবার আর কোনো অঘটন নয়, পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রবিবার লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। করিম বেনজেমার নৈপুণ্যে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস।

টানা তৃতীয় জয়ে বার্সেলোনাকে হারিয়ে আবারও পয়েন্ট তালিকার দুইয়ে ফিরল রিয়াল। ২৩ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৯। ৩ পয়েন্ট কম নিয়ে তিনে এক ম্যাচ কম খেলা কাতালান ক্লাবটি।

গত নবেম্বরে লিগে ভালেন্সিয়ার মাঠে ৪-১ গোলে হেরেছিল রিয়াল। এবার তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি লিগ টেবিলের ১২ নম্বর দলটি।

চোটের ছোবলে দল অনেক শক্তি হারালেও জিদানের জন্য একটা জায়গায় ছিল স্বস্তি; রাইট-ব্যাক দানি কারভাহালের ফেরা। সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রুসও ফেরায় ৪-৩-৩ ফর্মেশনে ফিরে যায় রিয়াল।

ম্যাচের শুরু থেকে তাদের খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। দ্বাদশ মিনিটে বেনজেমার দারুণ নৈপুণ্যে এগিয়েও যায় তারা। ক্রুসের পাস বাঁ দিকে পেয়ে দ্বিতীয় ছোঁয়ায় জায়গা বানিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

ভালেন্সিয়ার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে বেনজেমার গোল হলো ৬টি। আসরে তার গোলসংখ্যা ১২।

এগিয়ে থাকার আনন্দ থাকলেও খানিক পরই নতুন ধাক্কা হয়ে আসে কারভাহালের আবারও ছিটকে পড়া। বল ধরতে গিয়ে অস্বস্তি বোধ করেন এই স্প্যানিয়ার্ড, তার চোখে-মুখে ছিল ব্যথার ছাপ। ২৬তম মিনিটে তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা লুকাস ভাসকেস।

বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা রিয়াল পরের ১০ মিনিটে ভালো দুটি সুযোগ পায়। ৩১তম মিনিটে কাছ থেকে বেনজেমার নেওয়া শট প্রতিহত হয় রক্ষণে। পাঁচ মিনিট পর ছয় গজ বক্সের মুখে ক্রস পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডান দিক দিয়ে লুকা মদ্রিচের বাড়ানো পাস ভাসকেস পেয়ে কাটব্যাক করেন ক্রুসকে। ডি-বক্সের বাইরে থেকে প্রথম ছোঁয়ায় জোরালো নিচু শটে গোলটি করেন জার্মান মিডফিল্ডার।

রিয়ালের বিপক্ষে সেই দুর্দান্ত জয়ের পর মাঝের ১৩ লিগ ম্যাচে মাত্র দুটিতে জেতা ভালেন্সিয়া বিরতির আগে ছিল পুরোপুরি বিবর্ণ। এ সময়ে গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় ভালেন্সিয়া। দূর থেকে মাক্সি গোমেসের জোরালো শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে জাল অক্ষত রাখেন থিবো কোর্তোয়া।

৬১তম প্রতি-আক্রমণে জালে বল পাঠান ফেরলঁদ মঁদি। তবে ভিএআরে সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাকি সময়ে আর তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। অবশ্য প্রতিপক্ষকেও দেয়নি প্রভাব বিস্তার করতে।

লিগ টেবিলে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেলেও শিরোপা লড়াইয়ে কিন্তু আগের মতোই বেশ পিছিয়ে রিয়াল। দুই ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের দারুণ জয়

আপডেট টাইম : ০৬:০৬:১৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১

খেলাধুলার রিপোর্ট।।

ভালেন্সিয়ার বিপক্ষে আগের দেখায় অভিজ্ঞতা হয়েছিল ভীষণ বাজে। শুরুতে এগিয়ে গিয়েও তিন তিনটি পেনাল্টি হজম করে হারতে হয়েছিল বড় ব্যবধানে। এবার আর কোনো অঘটন নয়, পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রবিবার লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। করিম বেনজেমার নৈপুণ্যে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস।

টানা তৃতীয় জয়ে বার্সেলোনাকে হারিয়ে আবারও পয়েন্ট তালিকার দুইয়ে ফিরল রিয়াল। ২৩ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৯। ৩ পয়েন্ট কম নিয়ে তিনে এক ম্যাচ কম খেলা কাতালান ক্লাবটি।

গত নবেম্বরে লিগে ভালেন্সিয়ার মাঠে ৪-১ গোলে হেরেছিল রিয়াল। এবার তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি লিগ টেবিলের ১২ নম্বর দলটি।

চোটের ছোবলে দল অনেক শক্তি হারালেও জিদানের জন্য একটা জায়গায় ছিল স্বস্তি; রাইট-ব্যাক দানি কারভাহালের ফেরা। সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রুসও ফেরায় ৪-৩-৩ ফর্মেশনে ফিরে যায় রিয়াল।

ম্যাচের শুরু থেকে তাদের খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। দ্বাদশ মিনিটে বেনজেমার দারুণ নৈপুণ্যে এগিয়েও যায় তারা। ক্রুসের পাস বাঁ দিকে পেয়ে দ্বিতীয় ছোঁয়ায় জায়গা বানিয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

ভালেন্সিয়ার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে বেনজেমার গোল হলো ৬টি। আসরে তার গোলসংখ্যা ১২।

এগিয়ে থাকার আনন্দ থাকলেও খানিক পরই নতুন ধাক্কা হয়ে আসে কারভাহালের আবারও ছিটকে পড়া। বল ধরতে গিয়ে অস্বস্তি বোধ করেন এই স্প্যানিয়ার্ড, তার চোখে-মুখে ছিল ব্যথার ছাপ। ২৬তম মিনিটে তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা লুকাস ভাসকেস।

বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা রিয়াল পরের ১০ মিনিটে ভালো দুটি সুযোগ পায়। ৩১তম মিনিটে কাছ থেকে বেনজেমার নেওয়া শট প্রতিহত হয় রক্ষণে। পাঁচ মিনিট পর ছয় গজ বক্সের মুখে ক্রস পেয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডান দিক দিয়ে লুকা মদ্রিচের বাড়ানো পাস ভাসকেস পেয়ে কাটব্যাক করেন ক্রুসকে। ডি-বক্সের বাইরে থেকে প্রথম ছোঁয়ায় জোরালো নিচু শটে গোলটি করেন জার্মান মিডফিল্ডার।

রিয়ালের বিপক্ষে সেই দুর্দান্ত জয়ের পর মাঝের ১৩ লিগ ম্যাচে মাত্র দুটিতে জেতা ভালেন্সিয়া বিরতির আগে ছিল পুরোপুরি বিবর্ণ। এ সময়ে গোলের উদ্দেশে কোনো শটই নিতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় ভালেন্সিয়া। দূর থেকে মাক্সি গোমেসের জোরালো শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে জাল অক্ষত রাখেন থিবো কোর্তোয়া।

৬১তম প্রতি-আক্রমণে জালে বল পাঠান ফেরলঁদ মঁদি। তবে ভিএআরে সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। বাকি সময়ে আর তেমন উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। অবশ্য প্রতিপক্ষকেও দেয়নি প্রভাব বিস্তার করতে।

লিগ টেবিলে আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেলেও শিরোপা লড়াইয়ে কিন্তু আগের মতোই বেশ পিছিয়ে রিয়াল। দুই ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।