সংবাদ শিরোনাম ::
নবীনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান মোবাইল কোর্ট অভিযানে ড্রেজার মেশিন জব্দ করেন
হেলাল উদ্দিন, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
- আপডেট টাইম : ০৩:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ৪০৫ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামগ্রাম রসুল্লাবাদ সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিলো। অভিযানকালে ড্রেজারের মালিককে না পাওয়ায় ড্রেজার মেশিন জব্দ করে নবীনগর থানা পুলিশের জিম্মায় রাখা হয়। এসময় শ্যামগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হক সাগর উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, ফসলি জমি রক্ষায় আমাদের সবাইকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরো খবর.......