ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেস নামের একটি ভবনের ৫ টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে নান্দাইল প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রঞ্জু দুপুরে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ, পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচ পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের

অবামেয়াংয়ের হ্যাটট্রিকে জয়ে ফিরল আর্সেনাল

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ৩৫১ ৫০০০.০ বার পাঠক

খেলাধুলার রিপোর্ট।।

টানা দুই হারে পথ হারা আর্সেনালকে কক্ষপথে ফেরালেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকের পর দুই গোল করে রোমাঞ্চের আভাস দিলেও শেষ রক্ষা হয়নি লিডস ইউনাইটেডের। ঘরের মাঠে তাদের হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে রবিবার ৪-২ গোলে জিতেছে আর্সেনাল। স্বাগতিকদের হয়ে অন্য গোলটি করেন এক্তর বেইয়েরিন। লিডসের হয়ে ব্যবধান কমান পাসকেল ও বদলি খেলোয়াড় হেলদার কস্তা।

টানা দুই হারের পর জয়ের দেখা পেল আর্সেনাল। আগের ম্যাচে তারা হেরেছিল অ্যাস্টন ভিলা ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করা আর্সেনাল এগিয়ে যায় ত্রয়োদশ মিনিটে। গ্রানিত জাকার বাড়ানো বল নিয়ে বাম প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের নিচু শটে জাল খুঁজে নেন অবামেয়াং।

৪১তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাবনের এই স্ট্রাইকার। ডি বক্সে বুকায়ো সাকা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা।

চার মিনিট পর দানি সেবাইয়োসের পাস থেকে ডান প্রান্তের দুরূহ কোণ দিয়ে ব্যবধান বাড়ান বেইয়েরিন।

প্রথমার্ধে আর্সেনাল গোলরক্ষক বার্নড লেনোর তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি মার্সেলো বিয়েলসার দল।

বিরতি থেকে ফিরে দ্বিতীয় মিনিটেই এমিল স্মিথের ক্রসে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন অবামেয়াং।

এরপরই জেগে ওঠে লিডস। ১১ মিনিটের ব্যবধানে দুই গোল করে দেয় রোমাঞ্চের আভাস।

৫২তম মিনিটে ফরোয়ার্ড রাফিনিয়োকে দারুণভাবে রুখে দিলেও ছয় মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি লেনো। রাফিনিয়োর কর্নারে হেডে ব্যবধান কমান পাসকেল।

উজ্জ্বীবিত হয়ে ওঠা সফরকারীরা ব্যবধান আরও কমায় কস্তার গোলে। বাম প্রান্তে সতীর্থের কাটব্যাক পেয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি।

খানিক পর বল নিয়ে আর্সেনালের ডি বক্সে ঢোকার পর বাধা পান পাসকেল। পেনাল্টি আবেদনে সাড়া দেননি রেফারি। পরের মিনিটে আবামেয়াংয়ের শট ডান পোস্টে বাধা পায়।

বাকি সময়েও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। দুই দলই ভীতি ছড়ায় প্রতিপক্ষের রক্ষণে কিন্তু জালের দেখা মেলেনি।

তিন ম্যাচ পর জয়ের দেখা পাওয়া আর্সেনালের আসরে এটি দশম জয়। সঙ্গে চার ড্রয়ে ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দশম স্থানে। এক ম্যাচ কম খেলে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে লিডস।

একই দিন পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমউইচ অ্যলবিয়নের বিপক্ষে ১-১ ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ৪৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অবামেয়াংয়ের হ্যাটট্রিকে জয়ে ফিরল আর্সেনাল

আপডেট টাইম : ০৬:০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

খেলাধুলার রিপোর্ট।।

টানা দুই হারে পথ হারা আর্সেনালকে কক্ষপথে ফেরালেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকের পর দুই গোল করে রোমাঞ্চের আভাস দিলেও শেষ রক্ষা হয়নি লিডস ইউনাইটেডের। ঘরের মাঠে তাদের হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে মিকেল আর্তেতার দল।

এমিরেটস স্টেডিয়ামে রবিবার ৪-২ গোলে জিতেছে আর্সেনাল। স্বাগতিকদের হয়ে অন্য গোলটি করেন এক্তর বেইয়েরিন। লিডসের হয়ে ব্যবধান কমান পাসকেল ও বদলি খেলোয়াড় হেলদার কস্তা।

টানা দুই হারের পর জয়ের দেখা পেল আর্সেনাল। আগের ম্যাচে তারা হেরেছিল অ্যাস্টন ভিলা ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করা আর্সেনাল এগিয়ে যায় ত্রয়োদশ মিনিটে। গ্রানিত জাকার বাড়ানো বল নিয়ে বাম প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের নিচু শটে জাল খুঁজে নেন অবামেয়াং।

৪১তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাবনের এই স্ট্রাইকার। ডি বক্সে বুকায়ো সাকা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা।

চার মিনিট পর দানি সেবাইয়োসের পাস থেকে ডান প্রান্তের দুরূহ কোণ দিয়ে ব্যবধান বাড়ান বেইয়েরিন।

প্রথমার্ধে আর্সেনাল গোলরক্ষক বার্নড লেনোর তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি মার্সেলো বিয়েলসার দল।

বিরতি থেকে ফিরে দ্বিতীয় মিনিটেই এমিল স্মিথের ক্রসে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন অবামেয়াং।

এরপরই জেগে ওঠে লিডস। ১১ মিনিটের ব্যবধানে দুই গোল করে দেয় রোমাঞ্চের আভাস।

৫২তম মিনিটে ফরোয়ার্ড রাফিনিয়োকে দারুণভাবে রুখে দিলেও ছয় মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি লেনো। রাফিনিয়োর কর্নারে হেডে ব্যবধান কমান পাসকেল।

উজ্জ্বীবিত হয়ে ওঠা সফরকারীরা ব্যবধান আরও কমায় কস্তার গোলে। বাম প্রান্তে সতীর্থের কাটব্যাক পেয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি।

খানিক পর বল নিয়ে আর্সেনালের ডি বক্সে ঢোকার পর বাধা পান পাসকেল। পেনাল্টি আবেদনে সাড়া দেননি রেফারি। পরের মিনিটে আবামেয়াংয়ের শট ডান পোস্টে বাধা পায়।

বাকি সময়েও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। দুই দলই ভীতি ছড়ায় প্রতিপক্ষের রক্ষণে কিন্তু জালের দেখা মেলেনি।

তিন ম্যাচ পর জয়ের দেখা পাওয়া আর্সেনালের আসরে এটি দশম জয়। সঙ্গে চার ড্রয়ে ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দশম স্থানে। এক ম্যাচ কম খেলে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে লিডস।

একই দিন পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমউইচ অ্যলবিয়নের বিপক্ষে ১-১ ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ৪৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।