পবিত্র মাহে রমজান উপলক্ষে রিস্কা ভাড়া একেবারে ফ্রি
- আপডেট টাইম : ০৩:৪১:১১ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ৪২২ ৫০০০.০ বার পাঠক
অবাক হচ্ছেন ভাবছেন এ আবার কেমন কথা আদৌ কি তা সম্ভব? জিহা সম্ভবকে সম্ভব করেছেন রিক্সাচাল – মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব,
তার রিক্সার হেন্ডেলে কম্পিউটার টাইপ করে লেখা বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় যাত্রী ভাই /বোনেরা, আসসালামু আলাইকুম রমজান মাস উপলক্ষে ৫০% ডিসকাউন্ট দিলাম।
আজ থেকে একেবারে ফ্রি।
তার মোবাইল নাম্বার দেয়া আছে-
যেখানে মন চায় ঢাকা শহর।
দয়া করে ছিড়বেন না।
লিফলেটে এমনটি লেখা
এর কারণ জানতে চাওয়া হয় তার কাছ থেকে,
রাকিবুল ইসলাম জানান প্রথম রমজানে এক যাত্রী সাথে ১০ টাকা নিয়ে তর্ক-বিতর্ক হলে যাত্রী তাকে চর মারে করে, রাকিবুল ইসলাম তখন বেলেন মারবেন মারেন, এই ঘটনায় আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে সে যাত্রী তাকে পুরো ভাড়া দিতে বাধ্য হয়।
আর এই চর তার গালে নয় তার মনে আঘাত করেছে, দ্বিতীয় রমজান থেকে সে এ কাজটি শুরু করে, সংবাদটি যখন আমাদের নিকট আসে এ সত্যতা যাচাই করার জন্য, রাকিবুল ইসলামকে- আমাদের দৈনিক সময়ের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মোঃ ওয়াহিদুজ্জামান ফোন করে তার সাথে আলাপ করেন এবং বিষয়টি নিশ্চিত করেন।
রাকিবুল ইসলাম জানান আমি ভেবে দেখেছি আনেক পরিবারে মানুষকে রমজান মাসে অনেক কষ্ট করে, অনেক রিস্কাওয়ালা ভাড়া বাড়িয়ে দেয়, তাদের বাড়তি টাকা দিলে সংসারে টানাটানি হবে, আমার বাবা বলতেন পারলে মানুষের উপকার করবে ক্ষতি করার চেষ্টা করবি না, বাবার সে কথা মনে পড়ে যাওয়ার কারণে আমার এমনটি উদ্যোগ।