নবীনগরে ২০ কেজি গাঁজা সহ ৪ নারী-পুরুষ গ্রেফতার

- আপডেট টাইম : ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ২২০ ১৫০০০.০ বার পাঠক
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার বৃহস্পতিবার ১৩ এপ্রিল ২০২৩ নবীনগরে ২০ কেজি গাঁজা সহ ০৪ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল সিরাজুল ইসলামের দিক নির্দেশনায় এস আই হান্নান,এস আই মহিউদ্দিন পাটওয়ারী,এ এস আই মোঃ জহিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে অভিযান চালিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকার মূল্যের ২০ কেজি গাঁজা সহ কসবা উপজেলার কৈয়াপানিয়া গ্রামের ধনু মিয়ার ছেলে আমির হোসেন(২২),নবু মিয়ার স্ত্রী লাকী(২৪),নূরজাহান(১৯), রোজেল মিয়ার স্ত্রী হিরামনি(২২) নামক ০৪ জন কে গ্রেফতার করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার জানান,নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা সহ ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।