আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ৬ জন
- আপডেট টাইম : ০৫:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ৩১২ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ দুই দলের সংঘর্ষে নিহত ১জন আহত ৬ জন এই ঘটনাটি ঘটে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নোয়াগড় গ্রামে এলাকাবাসির সুত্রে জানা যায় গত ৯ই এপ্রিল রোজ রবিবার দুপোর প্রায় আড়াইটার সময় আসক আলী ও আজিম উদ্দিন এর লোক জন জমির ধান কাটার পর অতিরিক্ত জমিতে তাকা ডাটা কাটা নিয়ে কথার কাটাকাটি করে এক পর্যায় দেশিয় অশ্র লাটি টেঢা বল্লম নিয়ে সংঘর্ষ বাদলে এলাকা বাসি অল্প সময়ের মধ্যেই সংঘর্ষ তামিয়ে দেয়। এতে কয়েক জন আহত হয়। আহত অবস্থায় তাহাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাটানো হয় । আহতরা হল ফজল মিয়া(৪৫) ফয়েজ মিয়া (১৯) আরসআলী (৩০) সাদ্দাম মিয়া (১৮) ফরিদ (২০) তোফজুল(১৮) ফারভেজ(১৭) এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ফয়েজ মিয়া ও ফজল মিয়া কে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য নেওয়া হয়। সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসার অবস্থায় আসক আলীর ছেলে ফয়েজ মিয়া ১০ই এপ্রিল রোজ সোমবার মারা যায় এবং পুরো এলাকা স্তব্ধ হয়ে যায় । এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মাসুক আলী জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে । রিপোর্টে লিখা পর্যন্ত মৃত ব্যাক্তির লাশ আসেনা নাই এবং আর কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।