গোবিন্দগঞ্জ অভিনব কায়দায় ধর্ষণ চেষ্টার অভিযোগ

- আপডেট টাইম : ০৭:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৩৫ ১৫০০০.০ বার পাঠক
গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে রাতের আঁধারে অভিনব কায়দায় পরস্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কামদিয়া ইউপির পুঁয়াগাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনায় অভিযুক্ত একই গ্রামের আ. করিম আকন্দ’র ছেলে মো. মিঠু আকন্দের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর স্বামী রফিকুল ইসলাম।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে অভিযুক্ত মিঠু গংরা কৌশলে রফিকুলের বসতঘরের পাশে রাখা ধানগাছে শুকনা খড়ের গাদায় আগুন ধরিয়ে ভুক্তভোগীর দরজার পাশে ওঁৎ পাতে। রফিকুল ঘরের জানালা দিয়ে খড়ের গাদায় আগুন দেখে স্ত্রী সহ দরজা খুলে বাহির হয়। এসময় অজ্ঞাতরা রফিকুলকে হাত-পা বেঁধে মিঠু তার স্ত্রীকে টানাহেচড়া করিয়া ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীদের আত্ম চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়। প্রতিবেশিরা খড়ের আগুন নেভায় এবং রফিকুলকে মুক্ত করে।
রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত মিঠু অজ্ঞাতদের সহযোগিতায় সু-কৌশলে ধর্ষণের উদ্দেশ্যে খড়ের গাদা আগুন ধরিয়ে আমার স্ত্রীর শ্লীলতাহানী ঘটায়। আমি দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে তার সাথে জড়িতদের তদন্তে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।
লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কাজ প্রক্রিয়াধীন।