ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে নতুন ট্রেন: যাত্রাবিরতি দেবে বিজয় ও কালনী
- আপডেট টাইম : ০৭:০৬:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন ট্রেন। সেই সঙ্গে ঢাকা-সিলেট-ঢাকা পথের কালনী এক্সপ্রেস, ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ পথের বিজয় এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেবে। বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বাড়বে।
নতুন ট্রেন চালু ও দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বিষয়ে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদানের জন্য বলা হয়েছে। সংযোগ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়ার বুধবার স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
বিভাগীয় কমিশনারের কাছ থেকে পাওয়া গোপনীয় প্রতিবেদনের প্রেক্ষিতে প্রস্তাব অনুমোদনের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে রেল অত্যন্ত জনপ্রিয় যাতায়াত মাধ্যম। বর্তমান সময়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে মাত্রাতিরিক্ত যাত্রীর ভিড় পরিলক্ষিত হচ্ছে। ট্রেনের আসন সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এ সংক্রান্ত চিঠির বিষয়ে জেনে সন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।
তিনি বলেন, নতুন ট্রেন চালু ও আরও ট্রেনের যাত্রাবিরতি এবং আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আন্দোলনের সময় আমরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেই। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় আমরা পুরো জেলাবাসী উপকৃত হলাম।