দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বেদে সম্প্রদায়ের মাঝে আর্ন এন্ড লিভ এর খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট টাইম : ০৪:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
- / ১৮১ ৫০০০.০ বার পাঠক
সিলেটের মোগলাবাজার তেমুখি নামক স্থানে বেদে সম্প্রদায়ের লোকজনকে যুক্তরাজ্যস্ত আর্ন এন্ড লিভ এর পক্ষ থেকে (৩ এপ্রিল) রমজানের ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নূসরাত লায়লা নিরা। এ সময় ইউএনও বলেন, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাজ্যস্ত আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসি এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেজন্য দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সিলেট ব্যুরো চীফ সৈয়দ মুহিবুর রহমান মিছলু কে ধন্যবাদ জানান।
তিনি আর্ন এন্ড লিভ এর এই মানবিক কাজের প্রশংসা করে বলেন এভাবে সরকারের পাশাপাশি এভাবে নিঃস্বার্থভাবে সমাজের অসহায় শ্রেণির মানুষজনের পাশে দাঁড়াতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলে সমাজ, দেশ এগিয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম আহমদ, আর্ন এন্ড লিভ মোগলাবাজার টিম লিডার মুফতি রাশিদুর রাহমান মাহমুদাবাদী, আশরাফ আহমদ, হাফিজ মিসবাহুল হক, হাফিজ ফাহিম ঊতালুকদার, জামিল আহমদ, ইমরান আহমদ, রনি আহমদ, শাহরিয়ার নাদীম, হাবিব আহমদ প্রমুখ।
উল্লেখ্য, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ সৈয়দ মুহিবুর রহমান মিছলু সিলেটের মোগলাবাজার তেমুখি নামক স্থানে বেদে সম্প্রদায়ের লোকজন মানবেতর জীবনযাপন করছেন মর্মে একটি প্রতিবেদন করেন। উক্ত প্রতিবেদন গত ১৫ ফেব্রুয়ারি দেশের বহুল প্রচলিত জাতীয় পত্রিকা “দৈনিক সময়ের কন্ঠ” তে প্রকাশিত হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের পর লন্ডনের “আর্ন এন্ড লিভ” এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ফরিদা ইয়াসমিন জেসি সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু’র সাথে যোগাযোগ করে বেদে পরিবারের লোকজনের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
তারই ধারাবাহিকতায় সেখানকার বেদে সম্প্রদায়ের প্রায় ১০০ লোকের ৩০টি পরিবারকে মাহে রমজানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।