গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে আরএমওকে ৭ দিনে বদলির আশ্বাস দেন
- আপডেট টাইম : ০৫:৩৩:০৩ অপরাহ্ণ, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ১০৬ ৫০০০.০ বার পাঠক
গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালের চিকিৎসকের সার্টিফিকেট বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের তোপের মুখে ধরা খেয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে দূর্নিতীবাজ ও ভুয়া সার্টিফিকেট প্রদানকারী ডাঃ ফারুক হোসেনকে ৭ দিনের মধ্যে বদলির আশ্বাস দিলেন হাসপাতাল কর্মকর্তারা।
আজ রবিবার সকাল ১০টায় হাসপাতালের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মাদ, সাধারন সম্পাদক বিএমএ ডাঃ হুমায়ুন কবীরের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক।
বক্তব্যে তিনি বলেন, আমাদের হাসপাতালের আন্তঃ বিভাগ থেকে প্রতিদিন ১শত ৫০ জন থেকে ২শত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। প্রতিদিন বহিঃ বিভাগ থেকে ১হাজার থেকে ১২শত রোগী সেবা পায় এবং সরকারী ঔষধ পায়। আমাদের হাসপাতালে চিকিৎসা সেবায় কোন ত্রুটি নেই।
তিনি আরও বলেন, আমাদের হাসপাতালের আরএমও ফারুক সাহেবের বিরুদ্ধে যে মেডিকেল সার্টিফিকেট বানিজ্যের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা তাকে প্রত্যাহার বা বদলি করার জন্য অগেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি। আমরা আগামী ৭ দিনের মধ্যে আরএমও ফারুক আহম্মেদকে প্রত্যাহার করার সকল ব্যাবস্থা গ্রহন করবো।
এসয়ম সাংবাদিকরা আরএমও ফারুক আহমেদের সার্টিফিকেট বানিজ্যের বিভিন্ন তথ্য প্রমান সহ প্রশ্ন করলে আরএমও কোনো সদুত্তর দিতে পারেনি।