নেত্রকোণায় আইন -শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কঠোর নিরাপত্তায় বাজার মনিটরিং
- আপডেট টাইম : ০৪:৫৮:৩৮ অপরাহ্ণ, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ১৮৩ ৫০০০.০ বার পাঠক
রমজান উপলক্ষ্যে নেত্রকোণা জেলা শহরে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং শুরু হয়েছে। শনিবার সকালে এ কার্যক্রম পরিচালনা করেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
আইন -শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মহোদয় এসময় ছোট বাজার সড়কে অবস্থিত কাঁচাবাজার, আড়ৎ, মেছুয়া বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ীদের রমজান মাসে পরিষ্কার -পরিচ্ছন্ন থাকতে পরামর্শ দেন। তাদেরকে ক্রেতাদের সুবিধার্থে পণ্যের মূল্য তালিকা নিয়মিত টানানোর নির্দেশ দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ না করলে পরবর্তী সময়ে ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও অবহিত করেন।
এসময় জেলা প্রশাসকের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলার সভাপতি শামীম তালুকদার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার, উপদেষ্টামন্ডলীর সদস্য অরবিন্দ ধর, বিজয় দাস,সাংগঠনিক সম্পাদক তানজিলা আক্তার রুবি,বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার সদস্য মো: আশিকুর রহমান ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।