কাশিমপুরে আফসার উদ্দিন জামে মসজিদ নির্মান কাজের শুভ উদ্বোধন
- আপডেট টাইম : ০৮:৩৩:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ৬৬৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর সিটিকর্পোরেশন এর ৫ নং ওয়ার্ড এর পশ্চিম পাড়া শৈলডুবী উত্তরপাড়া বটতলায়,,আফসার উদ্দিন জামে মসজিদ নির্মান কাজের শুভ উদ্বোধন।শুক্রবার ২৪ শে মার্চ সকাল ৮ টায় মসজিদ নির্মান কাজের শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন,,মোঃ আবুল কাশেম মাতাব্বর (সভাপতি) আফসার উদ্দিন জামে মসজিদ ও কৃষি বিষয়ক সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ,,মোঃ আব্দুল্লাহ আল কাফি (ইমাম ও খতিব) পশ্চিম পাড়া রহমানিয়া জামে মসজিদ,,মোঃ হেলা উদ্দিন, (হেলু) ভূমি দাঁতা) আফসার উদ্দিন জামে মসজিদ,,মোঃ আলমগীর হোসেন (উদ্যোক্তা) আফসার উদ্দিন জামে মসজিদ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ মুসল্লীবৃন্দ ও সর্বস্তরের জনগন।
এসময় মসজিদ কমিটির সভাপতি আবুল কাশেম মাতাব্বর বলেন,,আমরা পবিত্র মসজিদ নির্মান কাজ শুরু করেছি পবিত্র মাহে রমজান এর প্রথমদিনে,,আমাদের এ অন্চলে মসজিদ নাই,,অনেক দুরে যেতে হয় নামাজ পড়তে,,প্রায় এক থেকে দেড় হাজার মুসল্লী অত্র এলাকায় মসজিদ অভাব অনুভব,,আশাকরি আফসার উদ্দিন জামে মসজিদ নির্মান কাজ সম্পন্ন হলে এলাকার শিশু বৃদ্ধা ময়মুরুব্বি সকলের শান্তিপূর্ণ ভাবে নামাজ আদায় করতে পারবে।