প্রখর রোদ উপেক্ষা করে মহাম্মদপুর ঘৌড়দৌড় মেলা
- আপডেট টাইম : ০২:৩০:৩৬ অপরাহ্ণ, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ১৫৯ ৫০০০.০ বার পাঠক
চৈত্রের আকাশে প্রচন্ড রোদ উপেক্ষা করে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় দেখতে এসেছে প্রায় ১৫ টি গ্রামের মানুষ। এ সময় অন্য রকম এক আনন্দে মেতে ওঠে নানা বয়সী মানুষ। এখানে মৃৎশিল্পের তৈরি নানান রকম খেলনা ও প্রসাধনী সহ নানান রকম মিষ্টির দোকান বসে এই মেলায়। আত্বীয় স্বজনদের আগমনে সরাগম থাকে এলাকার প্রতিটি বাড়ি। মাগুরার মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামে গতকাল বুধবার (২২ শে মার্চ ২০২৩) এমন চিত্রের দেখা মেলে।
দর্শক সূত্রে জানা যায়,এটি ৫ম বার্ষিক ঘৌড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় মেলা উৎযাপন কমিটি।
মেলা কমিটির সভাপতি মোঃ আতিক হাসান সহ ,স্থানীয় অনেক নেতা কর্মীদের দেখা যায় এই মেলায়, বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান, কাবুল,এ্যাড: আ: মান্নান সহ আরও অনেকেই ঘৌড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে এসেছে। বিকাল ৪ টায় শুরু হয় ঘৌড়দৌড় প্রতিযোগিতা। বিভিন্ন এলাকা থেকে এবার মেলায় ১৮ টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে।