মঠবাড়িয়ায় গাঁজা ও ইয়াবা সেবনকারী ৩ যুবক আটক
- আপডেট টাইম : ০৭:০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৩১৯ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা প্রতিনিধি।
পিরোজপুর মঠবাড়িয়ায় গত দুই দিনের ২টি পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ ৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ম ঠবাড়িয়া থানা পুলিশ।
এসআই- জেন্নাত আলী নেতৃত্বে ও ২জন ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের কালিদাস বাগানে অভিযান পরিচালনা করে ৫ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান হৃদয় ও মিজান নামের দুই যুবককে গ্রেফতার করেন।
অপর আর এক পৃথক অভিযানে গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই- জাফর আহম্মেদ উপজেলার ভেচকি (সূর্যমনি) নামক স্থান থেকে মাদকসেবী জাকারিয়া (২০) কে ১৪ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত মাদকসেবী উভয়ের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।