বশেমুরবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সভা
- আপডেট টাইম : ০২:৩৮:৪২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১৬৮ ৫০০০.০ বার পাঠক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ এই অনুষ্ঠানে প্রক্টর ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মোবারক হোসেন বলেন, শিক্ষক, শিক্ষার্থীদের থেকে অভিযোগ পাওয়া যাবে অনেক এবং সেগুলো নিষ্পত্তি করতে হবে। দ্রুত সমাধান নিতে পারলে অবশ্যই অভিযোগ কমবে এবং শিক্ষার্থীরা সর্বোচ্চ সেবা পাবে।
অনুষ্ঠানের সভাপতি ড. মো. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে আগের চেয়ে বেশি। সবধরনের সুবিধা শিক্ষার্থীদের প্রদানের চেষ্টা আমরা প্রশাসন থেকে করে যাচ্ছি। জনবল সংকট কিংবা বাজেট সংকট সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে দূরীভূত হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।